ম্যান সিটি ছাড়ার হুঁশিয়ারি দিলেন পেপ গুয়ারদিওলা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে সেভাবে ধারাবাহিকতা দেখাতে পারছে না ম্যানচেস্টার সিটি। আর এই বিষয়টি একেবারেই ভালো চোখে দেখছেন না সিটি হেড কোচ পেপ গুয়ারদিওলা।
এই মুহুর্তে লিগের দ্বিতীয় স্থানে রয়েছে সিটি, এক ম্যাচ কম খেলে লিগ শীর্ষে থাকা আর্সেনালের থেকে পাঁচ পয়েন্টে পিছিয়ে তারা। কিন্ত তা সত্ত্বেও খুশি নন পেপ। এবং তিনি একপ্রকার হুঁশিয়ারিও দিয়ে দিলেন ক্লাবের দায়িত্ব ছাড়ার।
এক সাক্ষাতকারে পেপ বলেছেন, "আমি খেলোয়াড় হিসেবে চারটি লা লিগা জিতেছি। কিন্তু পঞ্চম ও ষষ্ঠ মরশুমে আমি আগের মত ছিলাম না। আমার মধ্যে সেই খিদে ছিল না। যখন আমি ভাবতাম আমি অনেক ভালো, তখন মাদ্রিদ আমায় হারিয়ে দিয়ে গেল।"
এরপর পেপ বলেন, "এখানে আমি বুঝি চ্যালেঞ্জটা কেমন, কিন্তু আমায় এখানে সেটি পূরণ করতে হবে। চেয়ারম্যানও তাই জানেন। আমি এখানে থাকতে চাই, নইলে আমি সই করতাম না। তবে আমি যদি দলকে হারাই বা আমি কিছু হারাই, তাহলে আমি এখানে থাকতে পারব না। এখানে লোকে অপেক্ষা করে না।"
সদ্য টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে দুই গোলে পিছিয়ে থেকেও ৪-২ ফলে জেতে সিটি। ফলে সেই জয়ের ধারাই ধরে রাখতে মরিয়া থাকবে পেপের ছেলেরা।