ব্রাজিলের নতুন কোচ হচ্ছেন পেপ গুয়ার্দিওলা? জানুন কি বলছেন রোনাল্ডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২২ ফিফা বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকেই নিয়েছে বিদায়। লুকা মড্রিকের ক্রোয়েশিয়া, পেনাল্টি শ্যুট আউটে পরাজিত করে টিটে পরিচালিত ব্রাজিলকে। এরপরেই ব্রাজিল দলের কোচিংয়ের দায়িত্ব থেকে সরে আসেন টিটে।
টিটের পরিবর্তে কোন প্রশিক্ষক দায়িত্ব নেবেন সাম্বাদের, সেই নিয়ে বিশ্ব জুড়ে চলছে জল্পনা-কল্পনা। ইতিমধ্যে বিশ্বের তাবড় তাবড় ফুটবল কোচদের নাম উঠে এসেছে ভবিষ্যতের ব্রাজিল কোচ হিসাবে। যার মধ্যে সবচেয়ে আলোচিত নাম হল পেপ গুয়ার্দিওলা। তবে ফুটবল বিশেষজ্ঞদের একদল মনে করছেন ব্রাজিলের কোচ হবেন কোনো ব্রাজিলিয়ান প্রশিক্ষকই।
এই বিষয় এবার মুখ খুলেছেন ব্রাজিলের প্রাক্তন কিংবদন্তি ফুটবলার রোনাল্ডো নাজারিও। নিজের ইউটিউব চ্যানেলে রোনাল্ডো বলেছেন, "গুয়ার্দিওলার প্রতি আগ্রহ ছিল। গুয়ার্দিওলার কোচিং স্টাফদের সাথে এই বিষয় কথাও হয়েছিল, তবে পেপ চান ম্যানচেস্টার সিটির সাথেই পুনঃচুক্তি করতে। বরং ব্রাজিল ফেডারেশনের পক্ষে কোনো চুক্তিতে পৌছানো যথেষ্ট কঠিনই হবে। পেপ বিশ্বের সবচেয়ে বেশি বেতন প্রাপ্ত কোচ।"
যদিও রোনাল্ডো মনে করেন ফার্নান্দো ডিনিজ ব্রাজিলের কোচ হিসাবে আরও ভালো বিকল্প হবেন। রোনাল্ডো মনে করেন দিনিজ হলেন 'ব্রাজিলিয়ান গুয়ার্দিওলা'। রোনাল্ডো জানিয়েছেন, "ব্রাজিল ফুটবল দলের জন্য ডিনিজ খুবই আকর্ষণীয় হতে পারে। তিনি খুবই ভালো খেলান। এই সুইদ্ধান্তটি খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে চলেছে ব্রাজিলের পরবর্তি সময়ের জন্য। যত তারাতারি কোচের নাম ঘোষণা করা হবে এবং তিনি তাঁর কোচিং শুরু করবেন, দলের জন্য ততই ভালো হবে। আমি খুবই কৌতূহলী এই বিষয় নিয়ে। আমি মনে করি অনেক বড় নাম আসতে চলেছে।"
৫ বারের বিশ্বকাপ জয়ী দেশকে হেক্সার স্বপ্ন পূরণের দিকে কোন কোচ এগিয়ে নিয়ে যাবেন? সেই দিকেই তাকিয়ে গোটা বিশ্ব।