প্রিমিয়ার লিগ জেতার দিনেই নিজের বিদায়ঘন্টা বাজিয়ে দিলেন পেপ গুয়ারদিওলা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ ম্যাচডেতে জয় পেয়ে খেতাব নিজেদের ঘরেই রেখে দিল ম্যানচেস্টার সিটি। এর ফলে টানা চারবার প্রিমিয়ার লিগ জিতে ইংরেজ ফুটবলে ইতিহাস তৈরি করল সিটি। এরই সাথে ইংরেজ ফুটবলে কিংবদন্তিদের মাঝে জায়গা করে নিয়েছেন স্প্যানিশ প্রশিক্ষক পেপ গুয়ারদিওলা। ছয়বার লিগ জিতে লিভারপুলের বব পেজলি ও অ্যাস্টন ভিলার জর্জ র্যামসের সাথে একই সারিতে গুয়ারদিওলা, এগিয়ে কেবল ম্যানচেস্টার ইউনাইটেডের স্যার অ্যালেক্স ফার্গুসন, যিনি ১৩ বার লিগ জিতেছেন।
তবে এই অসাধারণ মুহুর্তের মাঝেই নিজের বিদায়ঘন্টা বাজিয়ে দিয়েছেন পেপ। ম্যাচের পর সাক্ষাৎকারে গুয়ারদিওলা জল্পনা তোলেন, পরের মরশুমের শেষে চুক্তি শেষ হলেই তিনি ম্যানচেস্টার সিটি ছাড়তে পারেন।
আরও পড়ুন - প্লে-অফের আগে স্বস্তি কলকাতা শিবিরে, ফাইনাল অবধি থাকবেন এই দুই বিদেশি তারকা
লিগ জিতে গুয়ারদিওলা বলেছেন,
"গত বছর, ইস্তানবুলের পর (চ্যাম্পিয়ন্স লিগ জয়) আমি বলেছিলাম, 'সব শেষ, আর কিছু বাকি নেই।' তবে আমার চুক্তির মেয়াদ আরও কয়েক দিন ছিল এবং আমি ভাবছিলাম, 'কেউ টানা চার বছর লিগ পায়নি, এটার চেষ্টা করা যাক।' আর এখন মনে হচ্ছে যে সব হয়ে গিয়েছে, তাহলে এখন কী বাকি রয়েছে।"
"এখন আমি জানি না কীসের মোটিভেশন নিয়ে এগিয়ে যাব কারণ যখন সব কিছু অর্জন করে ফেলেছি, তখন নতুন করে কিছু পাওয়াটা খুবই কঠিন হবে।"
যদিও আগামী ২৫ মে দ্বিমুকুট অর্জনের সুযোগ রয়েছে সিটির কাছে। সেই দিন এফএ কাপ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে নামবে সিটি। আর এফএ কাপ জিতলে প্রথম দল হিসেবে টানা দুই বছর ঘরোয়া দ্বিমুকুট জেতার কীর্তি অর্জন করবে সিটি।