পেলের শারীরিক অবস্থার অবনতি, বড়দিন কাটালেন পরিবারের সাথে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ব্রাজিল কিংবদন্তী ফুটবলার তথা ফুটবল সম্রাট পেলে দীর্ঘদিন ধরেই ক্যান্সারের মতো কঠিন রোগের সাথে লড়ে চলেছেন। এর আগে গুজব ছড়িয়েছিল যে পেলের অবস্থা আশঙ্কাজনক তাঁকে সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তবে এই তথ্য ভুল বলে দাবি করেছিলেন পেলের পরিবার।
কিন্তু বর্তমান সময় পেলের শারিরীক অবস্থা সত্যিই সংকটজনক। এবং এটি কোনো গুজব নয়। অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন পেলের ক্যানসার অতিরিক্ত পর্যায় পৌঁছেছে এবং শীঘ্রই তার রেনাল এবং কার্ডিয়াক কর্মহীনতার চিকিৎসার প্রয়োজন।
পেলের শারীরিক অবস্থার অবনতির কারণে ২৫ শে ডিসেম্বর, বড় দিনে পেলের ছেলে এবং মেয়ে পৌছে গিয়েছিলেন হাসপাতালে। সারাদিন তাঁরা পেলের সাথেই সময় কাটান এবং তাঁকে মানসিক শক্তি যোগান দেন।
পেলে কন্যা কেলি নাস্কিমেন্টো, ইন্সটাগ্রামে হাসপাতালের একটি ছবি ছাড়েন যে ছবিতে রয়েছেন তাদের গোটা পরিবার। এর আগে কেলি, পেলেকে জরিয়ে ধরেও একটি ছবি ছেড়েছিলেন। কেলি ইন্সটাগ্রাম পোস্টে লিখেছিলেন, "প্রায় সকলেই। মেরি ক্রিসমাস। কৃতজ্ঞতা, ভালোবাসা, একসাথে থাকা, পরিবার। ক্রিসমাসের সারমর্ম। আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই আপনাদের ভালোবাসা এবং পাশে থাকার জন্য।"
পেলের ছেলে এডিনহো ইন্সটাগ্রামে তাঁর বাবার সাথে একটি ছবি দিয়ে লেকেহেন, "বাবা…আমার সমস্ত শক্তি তোমায় দিলাম।"