নিজের রেকর্ড ভাঙা নিয়ে কিলিয়ান এমবাপ্পের উদ্দেশ্যে এই বড় বার্তা দিলেন পেলে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে কাতারে চলছে ফিফা বিশ্বকাপ, এবং এরই মাঝে হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি হয়েছিলেন কিংবদন্তি ফুটবলার পেলে। তবে বর্তমানে অবস্থার উন্নতি হলেও হাসপাতালে বসে বিশ্বকাপ উপভোগ করছেন তিনি।
আর এই পরিস্থিতিতে পেলের একটি বড় রেকর্ড ভাঙেন ফ্রান্সের সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোড়া গোল করে বিশ্বকাপে মোট নয় গোল করে ফেললেন এমবাপ্পে। এবং ২৪ বছরের কম বয়সে বিশ্বকাপে সর্বাধিক গোল করার রেকর্ড গড়েছেন এমবাপ্পে। এর আগে এই রেকর্ড ছিল পেলের।
আর এই রেকর্ড ভাঙা নিয়ে কিলিয়ান এমবাপ্পেকে শুভেচ্ছা জানান পেলে। পেলের সুস্থতা কামনায় এমবাপ্পে বিশেষ বার্তা পোস্ট করেছিলেন টুইটারে। এবার সেই টুইটের জবাবে পেলে লিখেছেন, "ধন্যবাদ এমবাপ্পে। আমি খুশি বন্ধু তুমি আমার আরও এক রেকর্ড ভেঙে দিয়েছো।"
আগামী শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে খেলতে নামবে ফ্রান্স। আর এই ম্যাচে ফ্রান্সের জেতার জন্য বড় ভূমিকা নিতে হবে কিলিয়ান এমবাপ্পেকে।