মারাদোনাকে স্মরণ করে আর্জেন্টিনার বিশ্বজয়কে শুভেচ্ছা জানালেন পেলে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার ফিফা বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে পেনাল্টি শুটআউটে হারায় আর্জেন্টিনা। আর এর জেরে ৩৬ বছর পর বিশ্বজয় করে আর্জেন্টিনা। দিয়েগো মারাদোনার কৃতিত্ব অর্জন করলেন লিওনেল মেসি।
আর এই জয়ে শুধু আর্জেন্টিনীয়রা নন, ব্রাজিলীয়রাও উপভোগ করেছেন। ব্রাজিলিয়ান সমর্থকরাও চেয়েছিলেন যাতে আর্জেন্টিনা খেতাব জিতুক। এবং আর্জেন্টিনার এই জয়ে আপ্লুত ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলে।
বর্তমানে শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি পেলে, কিন্তু সেখানে থেকেও বিশ্বকাপের খেলা দেখছেন তিনি। আর এই অসামান্য জয়ের পর আর্জেন্টিনাকে শুভেচ্ছা জানান পেলে।
নিজের ইনস্টাগ্রামে পেলে লিখেছেন, "আজ, ফুটবল নিজের কাহিনী আবারও লিখল, এক সেরা উপায়ে। মেসি নিজের প্রথম বিশ্বকাপ জিতলেন, যা ওনার প্রাপ্য। আমার প্রিয় বন্ধু, এমবাপ্পে, চারটি গোল করেছেন। এই খেলার ভবিষ্যতের এমন প্রতিভা দেখাটা আশীর্বাদ। আর আমি মরক্কোকে শুভেচ্ছা জানাতে চাই এই অসাধারণ লড়াইয়ের জন্য।"
শেষে প্রিয় বন্ধু দিয়েগো মারাদোনাকে স্মরণ করে পেলে লিখেছেন, "শুভেচ্ছা আর্জেন্টিনা। নিশ্চই দিয়েগো এখন হাসছেন।"
২০১৮ সাল থেকে কোলন ক্যানসারে ভুগছেন পেলে। সদ্য ফুসফুসে করোনা সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনবারের বিশ্বজয়ী এই ফরোয়ার্ড।