খিদিরপুরকে দুরমুশ করে কলকাতা লিগে দুরন্ত শুরু গতবারের চ্যাম্পিয়ন পিয়ারলেসের

পিয়ারলেস স্পোর্টিং ক্লাব - ৪ (পঙ্কজ মৌলা, আফতাব আলম, আনসুমানা ক্রোমা - ২)
খিদিরপুর স্পোর্টিং ক্লাব - ১ (ইমানুয়েল)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দুই বছরের বেশি সময়ের বিরতির পর আবারও শুরু হল কলকাতা ফুটবল লিগ প্রিমিয়ার ডিভিশন এ। এবং প্রথম ম্যাচেই দাপটের সাথে জয় পেল গতবারের চ্যাম্পিয়ন পিয়ারলেস। খিদিরপুর এসসিকে চার গোল দিয়ে দারুণভাবে অভিযান শুরু করল ক্রোমারা।
যদিও প্রথমেই ধাক্কা খায় পিয়ারলেস। ২ মিনিটে রাজদীপ সাহার ক্রসে গোল করেন বিদেশী ফরোয়ার্ড ইমানুয়েল। তবে আট মিনিটেই শোধ করে পিয়ারলেস। পঙ্কজ মৌলার শট খিদিরপুরের গোলকিপার সুজয়ের গায়ে লেগে গোলে ঢুকে যায়। এরপর ২১ মিনিটে অভিনব বাগের কর্নার থেকে ক্রোমার শট গিয়ে পড়ে আকাশ মুখার্জির কাছে, যিনি পোস্টে শট মারেন এবং সেটির ডিফ্লেকশনে গোল করে আসেন আফতাব আলম।
৩৮ মিনিটে রোনাল্ড সিংয়ের শট সুজয় বাঁচিয়ে নিলেও ফাঁকা নেটে গোল ঢুকিয়ে দেন আনসুমানা ক্রোমা। আর ৬৭ মিনিটে পেনাল্টি থেকে আবারও গোল করেন ক্রোমা।