রোনাল্ডো অবসর নিয়ে নিলে অবাক হবেন না প্রাক্তন এই সতীর্থ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : প্রাক্তন ফ্রান্স এবং ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার প্যাট্রিস এভ্রা, যিনি রোনাল্ডোর সাথেও খেলেছেন, বললেন যে রোনাল্ডো অবসর নিয়ে নিলেও তিনি অবাক হবেন না।
পাঁচবারের ব্যালন ডি ওর জয়ী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখন ক্লাব ছাড়া। কাতার বিশ্বকাপ ২০২২ এ মরক্কোর কাছে পর্তুগাল হেরে গিয়েছে। কোয়ার্টার ফাইনালে রোনাল্ডো বিশ্বকাপের নিজের শেষ ম্যাচ খেলেছেন। ৩৭ বছর বয়সী এই মহাতারকাকে ক্লাব এবং দেশের হয়ে বসিয়ে রাখা হয়েছে বেশিরভাগ সময়। ২০২২-২৩ মরশুমে তিনি কোন ক্লাবের হয়ে খেলবেন সেটা এখনও ঠিক হয়নি।
এভ্রা সম্প্রতি স্কাই স্পোর্টসকে জানিয়েছেন, "আমি যখন ওর সঙ্গে কথা বলি তখন এরপর ও কি করবে সেটা নিয়ে কথা বলি না। আমরা জীবন নিয়ে কথা বলি, আমরা পরিবার নিয়ে কথা বলি। আমি জানি না রোনাল্ডো অবসর নেবেন কিনা। কখনো যখন কেউ সমস্ত বঞ্চনা পেয়ে থাকেন, আর বিশেষ করে যখন কেউ নিজের কেরিয়ারের শেষের দিকে থাকে তখন বলে আচ্ছা এখন মনে হয় আমার থামা দরকার। বিশেষ করে যখন কেউ নিজের দেশের হয়ে প্রথম একাদশে খেলার সুযোগ পায় না। ক্রিশ্চিয়ানো খেলতে চান ফিট থাকার জন্য। দেশের হয়ে বিশ্বকাপ জেতা ছিল তার স্বপ্ন। এখন যখন তার এই স্বপ্নটা নেই তখন আমি ক্রিশ্চিয়ানোর হয়ে কথা বলব না। কিন্তু ও অবসর নিলে আমি খুব একটা আশ্চর্যও হব না কারণ এখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যাই করবেন সবাই তাকে খারাপ মানুষ এবং খারাপ প্লেয়ার হিসেবেই নেবে।"
সম্প্রতিকালে দেখা গেছে রোনাল্ডো রিয়াল মাদ্রিদের প্রশিক্ষণের সুবিধা নিচ্ছেন নিজেকে ফিট রাখার জন্য।