কত বছরের জন্য ইস্টবেঙ্গল দলে আসছেন প্যালেস্টাইনের তারকা মিডফিল্ডার মহম্মদ রশিদ? জানুন বিস্তারিত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ নতুন মরসুমে সোনালী অতীত ফিরিয়ে আনতে জোরকদমে দলগঠনের কাজ শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই বেশ কিছু দেশি-বিদেশি ফুটবলারদের সঙ্গে কথাবার্তাও অনেকদুর এগিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। এরই মাঝে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য খুশির খবর। ২৯ বছর বয়সী প্যালেস্টাইন মিডফিল্ডার মহম্মদ রশিদকে দলে নিতে চলেছে ইস্টবেঙ্গল। ১ বছরের চুক্তিতে সই করবেন রশিদ।
বেশ কিছুদিন ধরেই দুই পক্ষের মধ্যে কথাবার্তা চলছিলই। ইস্টবেঙ্গল ক্লাবের তরফে ড্রাফটও পাঠানো হয়েছিল যা পছন্দ হয় রশিদ ও তাঁর ম্যানেজমেন্টের। সূত্র অনুযায়ী, চুক্তিপত্রে সই করা এখন সময়ের অপেক্ষা।
মূলত ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের ফুটবলার রশিদ সেন্ট্রাল মিডফিল্ডেও খেলতে পারেন। ইন্দোনেশিয়ার লিগা ১-এর পার্সিবায়া সুরাবায়া দলের হয়ে খেলেন রশিদ। চলতি মরসুমে লিগা ১-এ ৬টি গোলও রয়েছে তাঁর।
প্যালেস্টাইন জাতীয় দলের হয়েও ৪৮ টি ম্যাচ খেলেছেন ৬ ফুট উচ্চতার এই ফুটবলার।
মহম্মদ রশিদ লাল হলুদ দলে যোগ দিলে কোচ অস্কার ব্রুজোর মাঝমাঠে অনেকটাই শক্তি বাড়বে এ কথা বলাই যায়।