ইউরো থেকে ছিটকে গেলেন উসমান ডেম্বেলে, শেষ ম্যাচে অনিশ্চিত জার্মানির চার তারকা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ফের চোটের কালো ছায়া ইউরো কাপে। চলতি ইউরো শুরুর আগে বেশ কিছু সুপারস্টার খেলোয়াড় ছিটকে গিয়েছিলেন। এবার এই চোটের কবলে দুর্দশায় পড়তে চলেছে টুর্নামেন্টের দুই হেভিওয়েট দেশ ফ্রান্স ও জার্মানি।
হাঁটুর চোটের জেরে গোটা ইউরো ২০২০ থেকে ছিটকে গেলেন ফ্রান্সের তারকা উইঙ্গার উসমান ডেম্বেলে। ফরাসি ফুটবল সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, শনিবার হাঙ্গেরির বিরুদ্ধে পরিবর্ত হিসেবে নেমেছিলেন ডেম্বেলে, কিন্তু হাঁটুতে কড়া আঘাতের জেরে উঠে গিয়েছিলেন। রবিবার বুদাপেস্ট হাসপাতালে ডেম্বেলের পায়ে এক্স-রে করানো হয়, যেখানে চোটের খোঁজ মেলে। এর জেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন ডেম্বেলে।
যদিও ফ্রান্সের ফরোয়ার্ড লাইন যথেষ্ট তারকাসমৃদ্ধ। কিলিয়ান এমবাপ্পে, আতোঁয়া গ্রিজম্যান, করিম বেঞ্জেমা, অলিভিয়ের জিরুড, কিংসলে কোম্যান ও উইসাম বেন ইয়েডের রয়েছেন দলে। সুতরাং ডেম্বেলের বিদায় ধাক্কা হলেও খুব অসুবিধা হবে না ফ্রান্সের।
এদিকে গ্রুপের শেষ ম্যাচে নামার আগে বড় ধাক্কা খেল জার্মানি। সোমবার অনুশীলনে নামেননি জার্মানির চার ফুটবলার ম্যাটস হামেলস, টমাস মুলার, ইলকায় গুন্ডোগান ও মার্সেল হালস্টেনবার্গ। শোনা যাচ্ছে, এই চার ফুটবলার হালকা চোটে রয়েছেন। পর্তুগালের বিরুদ্ধে ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন টমাস মুলার। এদিকে হাঁটুর চোট রয়েছে ডিফেন্ডার হামেলসের। একই সাথে, পেশির সমস্যায় রয়েছেন জার্মান মিডফিল্ডার গুন্ডোগান ও ডিফেন্ডার হালস্টেনবার্গ।
এমন অবস্থায়, গ্রুপ এফ এর শেষ ম্যাচে হাঙ্গেরির বিরুদ্ধে নামার আগে চাপে রয়েছে জার্মানি। এই মুহুর্তে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। হাঙ্গেরির বিরুদ্ধে জিতলে শেষ ষোলোয় উঠবে জার্মানরা, কিন্তু ড্র করলে তাদের আশা রাখতে হবে যাতে পর্তুগালের কাছে না হারে ফ্রান্স। আর হাঙ্গেরির কাছে হেরে গেলে বিদায় নিশ্চিত জার্মানির।