নেই এটিকে, শুধুই মোহনবাগান! এএফসি কাপের স্কোরবোর্ড দেখে খুশি মেরিনার্সরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এশিয়ায় ভারতকে প্রতিনিধিত্ব করা দুই ক্লাব এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি খেলতে নেমেছে এএফসি কাপের মূলপর্বে। এই গর্বে গর্বিত থাকা মোহনবাগান সমর্থকদের কাছে আরও বেশি আনন্দ এল, যখন সম্প্রচারকারে উঠে এল এই জিনিস।
সম্প্রচারকারী চ্যানেলের স্কোরবোর্ডে নেই এটিকে, শুধু লেখা মোহনবাগান। আর এই ছবি মারাত্মকভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মোহনবাগান সমর্থকদের এত দিনের লড়াই যেন পূর্ণতা পেল। রিমুভ এটিকে সত্যিই যেন পূর্ণতা পেল। এই নিয়ে একাধিক মোহনবাগান ফ্যান ফোরাম নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে বার্তাও দিয়েছে।
এদিকে এই বিশেষ ঘটনায় স্পষ্ট হল, এটিকে নামটি যেন স্পনসর হিসেবেই রয়েছে। কারণ এএফসির নিয়ম অনুসারে স্পনসরের নাম থাকতে পারে ক্লাবের আগে। আর সেই মত বেঙ্গালুরু এফসির নামের আগে জেএসডব্লু রয়েছে, যেমন মোহনবাগানের আগে এটিকে রয়েছে। কিন্তু স্কোরবোর্ডে উড়ে গিয়েছে জেএসডব্লু ও এটিকে। এটিই যেন এই লড়াইয়ে জেতার এক শুরু।