একই দিনে ইমামি ইস্টবেঙ্গলের বোর্ড মিটিং ও কলকাতা ডার্বি!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি মরশুমে ইস্টবেঙ্গল এফসির পারফর্মেন্স একপ্রকার তথৈবচ। আইএসএলে নবম স্থানে শেষ করা লাল-হলুদ ব্রিগেডের খেলায় খুশি নন সমর্থক-কর্মকর্তারা। এই পরিস্থিতিতে আগামী ২৩ মার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে লাল-হলুদ ব্রিগেডের জন্য।
আসন্ন রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগে খেলবে ইস্টবেঙ্গলের রিজার্ভ দল। সম্ভবত আগামী ২৩ মার্চ নৈহাটি স্টেডিয়ামে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে এটিকে মোহনবাগানের। পুরোনো সূচি অনুযায়ী, ২৪ মার্চ এই ম্যাচ হওয়ার কথা থাকলেও, শুক্রবার প্রকাশিত সূচি অনুযায়ী, ২৩ মার্চ হবে কলকাতা ডার্বি।
এদিকে এই তারিখেই ইমামি ইস্টবেঙ্গলের বোর্ড মিটিং হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। দীর্ঘ প্রতিক্ষিত এই বোর্ড মিটিংয়ে মরশুমে দলের পারফর্মেন্স নিয়ে পর্যালোচনা হবে। এছাড়া ক্লেইটন সিলভা ছাড়া বাকি বিদেশী ও হেড কোচ স্টিফেন কনস্টানটাইনের ভবিষ্যত কি হবে, সেই আলোচনাও হবে এই বৈঠকে।
তবে একই দিনে এই দুই গুরুত্বপূর্ণ ইভেন্ট হওয়াটা বেশ চাঞ্চল্যকর বিষয়। একদিকে ইস্টবেঙ্গলের রিজার্ভ দল যখন এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি খেলবে, তখন কলকাতায় ইস্টবেঙ্গল ও ইমামির কর্তারা বৈঠকে বসবেন। তবে এই তারিখটি একেবারেই সম্ভাব্য দুটি ইভেন্টের ক্ষেত্রে, এমনটাই বলা যায়।