অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ইউরোপা লিগ জেতা এই ফরোয়ার্ডকে সই করল ওড়িশা এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : একের পর এক আইএসএল দলগুলি নিজেদের বিদেশী কোটা পূরণ করেই চলেছে। এবার বড় ঘোষণা করল ওড়িশা এফসি। আক্রমণভাগে জোর বাড়াতে অ্যাটলেটিকো মাদ্রিদের প্রাক্তন খেলোয়াড় পেদ্রো মার্টিনকে সই করাল ওড়িশা। শুক্রবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ করে ওড়িশা এফসি।
২০১২ সালে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ইউরোপা লিগ জিতেছেন পেদ্রো, যদিও একটিও ম্যাচ খেলেননি তিনি। লা লিগায় অ্যাটলেটিকোর হয়ে একটিমাত্র ম্যাচ খেলেছিলেন তিনি। বেশিরভাগ সময়ে অ্যাটলেটিকো মাদ্রিদের রিজার্ভ ও যুব দলের হয়ে খেলেছেন পেদ্রো।
৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড সদ্য স্পেনের তৃতীয় ডিভিশনের ক্লাব অ্যাটলেটিকো সানলুকুয়েনো সিএফ এর হয়ে খেলেছেন। এছাড়া লা লিগা দ্বিতীয় ডিভিশনে সিডি নুমান্সিয়া ও সিডি মিরান্ডেসে খেলেছেন। নিজের ক্লাব কেরিয়ারে ৩৪৪ ম্যাচ খেলে ৭১টি গোল ও ১৫টি অ্যাসিস্ট করেছেন পেদ্রো।