এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচের আগে এটিকে দলের ছবি দিয়ে বিতর্ক বাধাল ওড়িশা এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার ফতোরদায় আইএসএলের ম্যাচে মুখোমুখি হবে এটিকে মোহনবাগান ও ওড়িশা এফসি। আর এই ম্যাচটিকে গত কয়েক বছর ধরে রসগোল্লা ডার্বি হিসেবে বলে আসছে ওড়িশা এফসি। তবে এবার ম্যাচের আগে নিজেদের সোশ্যাল মিডিয়ায় এমন একটি বিতর্ক বাধাল, যা ক্ষিপ্ত করল সবুজ-মেরুণ সমর্থকদের।
বৃহস্পতিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় রসগোল্লা ডার্বি নিয়ে ছবি ছাড়তে গিয়ে, এটিকে দলের সাথে নিজেদের বিভিন্ন সময়ের ম্যাচের ছবি ছেড়েছে ওড়িশা এফসি। আর তারপর একই পোস্টে গত মরশুমে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচের ছবি ছেড়েছে ওড়িশা। আর এর জেরে অনেকে মনে করছে, এটিকের সম্প্রসারণ হল এটিকে মোহনবাগান।
আর এই নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন মোহনবাগান সমর্থকরা। তাদের দীর্ঘদিনের দাবি, এটিকে একটি অবলুপ্ত ক্লাব ও এটিকে মোহনবাগান সম্পূর্ণ ভিন্ন একটি ক্লাব। কিন্তু ওড়িশা যেভাবে এটিকে ও এটিকে মোহনবাগানকে মিলিয়ে মিশিয়ে দিল, তাতে ক্ষোভপ্রকাশ করেছেন অনেক মেরিনার্সরা।
এমনকি, ওড়িশা এফসির উচিত জবাব দিতে দিল্লি ডায়নামোসের কথাও তুলে ধরে মোহনবাগান সমর্থকরা। ২০১৯ সালে দিল্লি ডায়নামোস ফ্র্যাঞ্চাইজিটি ওড়িশার ভুবনেশ্বরে সরে আসে এবং রাজ্য সরকারের অধীনে এসে নাম বদলে ওড়িশা এফসি হয়ে যায়। ফলে এটি আসলে দিল্লি ডায়নামোসই, এমনই দাবি তুলছেন মেরিনার্সরা।
সব মিলিয়ে, ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ায় বড়সড় বিতর্ক বাধল, তা বলাই যায়।