ওড়িশার আক্রমণকে রুখে দিয়ে মূল্যবান এক পয়েন্ট তুলে আনল এটিকে মোহনবাগান

ওড়িশা এফসি - ০
এটিকে মোহনবাগান - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : লড়াইটা সেয়ানে সেয়ানে হওয়ারই ছিল, কিন্তু শেষ অবধি কোনও পার্থক্য এল না। বৃহস্পতিবার কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশা এফসির বিরুদ্ধে গোলশূন্য ড্র করল এটিকে মোহনবাগান।
মাত্র তিন বিদেশী নিয়ে শুরু করে এটিকে মোহনবাগান, যেখানে হুগো বুমোসকে রিজার্ভে রেখেছিলেন জুয়ান ফেরান্ডো। এবং প্রথম থেকে তরুণ ফরোয়ার্ড ফারদিন আলি মোল্লাকে শুরু করিয়ে ফাটকা খেলতে চেয়েছিলেন স্প্যানিশ কোচ।
শুরু থেকে ওড়িশা ম্যাচে আক্রমণাত্মক শুরু করেছিল। পেদ্রো মার্টিন, দিয়েগো মউরিসিওরা বারবার সবুজ-মেরুণ রক্ষণে আঘাত হানছিলেন। তবে প্রীতম কোটাল ও ব্র্যান্ডন হ্যামিলরা ভালোভাবে রক্ষণ সামলেছিলেন।
এরপর ধীরে ধীরে এটিকে মোহনবাগান আক্রমণ তৈরি করে। দিমিত্রি পেত্রাতোস একা কুম্ভ হয়ে গোলের চেষ্টা করছিলেন। এটিকে মোহনবাগান বারবার আক্রমণ তৈরি করছিল, কিন্তু গোল আর আসছিল না।
ম্যাচে দুর্দান্ত খেলেন ডিফেন্ডার নরেন্দর গেহলট। সাইড ব্যাক থেকে বারবার আপ-ডাউন করে রক্ষণ ও আক্রমণে ভারসাম্য তৈরি করেছিলেন নরেন্দর। এদিকে এটিকে মোহনবাগানের হয়ে ফুল ফোটাতে পারেননি লিস্টন কোলাসো ও আশিক কুরুনিয়ন।
এদিকে হুগো বুমোসকে নামাতে নামাতে ৮০ মিনিট অবধি সময় নিয়ে নেন জুয়ান ফেরান্ডো, যা নিয়ে প্রশ্ন উঠেছে এটিকে মোহনবাগানের ট্যাকটিক্স নিয়ে। ম্যাচের শেষের দিকে ওড়িশার ডিফেন্ডার ওসামা মালিকের দুরন্ত হেডার অসাধারণ দক্ষতায় বাঁচান বিশাল কাইথ।
এই ড্রয়ের ফলে লিগ টেবিলের তৃতীয় স্থানেই থেকে যায় এটিকে মোহনবাগান, এদিকে এক পয়েন্ট পিছনে থেকে চতুর্থ স্থানে রয়ে গেল ওড়িশা।