চার গোল শোধ দিয়েও ওড়িশার কাছে ছয় গোল হজম করল ইস্টবেঙ্গল

ওড়িশা এফসি - ৬ (হেক্টর রোডাস - ২, জাভি হার্নান্ডেজ, আরিদায় কাব্রেরা - ২, আইস্যাক)
এসসি ইস্টবেঙ্গল - ৪ (ড্যারেন সিডোয়েল, থম্বোই হাওকিপ, ড্যানিয়েল চিমা - ২)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এ কোন ইস্টবেঙ্গল! ভাবতেও বাধ্য হবেন সকলে। এটিকে মোহনবাগানের কাছে হারের পর এবার ওড়িশার বিরুদ্ধেও ছয় গোল হজম করল এসসি ইস্টবেঙ্গল। কেবল আশার বিষয়, চার গোল শোধ করেছে লাল-হলুদ ব্রিগেড।
প্রথমে দুরন্ত ভলিতে ড্যারেন সিডোয়েল ইস্টবেঙ্গলকে এগিয়ে দিলেও ১২ মিনিটে ওড়িশা তিন গোল শোধ দেয়। ডিফেন্ডার হেক্টর রোডাস দুটি সেট পিস থেকে দুটি গোল করে, আর কর্নার থেকে অলিম্পিক গোল করেন জাভি হার্নান্ডেজ।
এরপর দ্বিতীয়ার্ধে গোলের বন্যা বয়ে যায়। দুর্দান্ত ফ্রিকিকে গোল করেন আরিদায় কাব্রেরা। এদিকে হেড করে ইস্টবেঙ্গলকে গোল দেন সেম্বোই হাওকিপ। এরপর আইস্যাক গোল করেন ওড়িশার হয়ে। তবে ড্যানিয়েল চিমা পরপর দুটি গোল করে ম্যাচটি উত্তেজক করে তোলে। তবে শেষে ফাঁকা হয়ে গোল করেন আরিদায়।