হালান্ড-এমবাপ্পে নন, বিশ্বের সব থেকে দামী খেলোয়াড় এই ১৯ বছর বয়সী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সম্প্রতি ফিফা বিশ্বকাপ আমাদের উপহার দিয়েছে একাধিক আগামী দিনের সুপারস্টারকে। এবং বিশ্বকাপ শেষ হলেই তারকাদের নেওয়ার হিড়িক পড়ে যায় ক্লাবগুলির মধ্যে। আর এর জেরে ফুটবলারদের দামও হু-হু করে বেড়ে যায়।
তবে শুধু বিশ্বকাপ খেললেই দাম বাড়বে, তার কোনও মানে নেই। যার বড় উদাহরণ নরওয়ের সুপারস্টার ফরোয়ার্ড এরলিং হালান্ড। এদিকে বিশ্বকাপে অনবদ্য পারফর্ম করা কিলিয়ান এমবাপ্পেও যথেষ্ট দামী। কিন্তু বিশ্ব ফুটবলের সব থেকে দামী ফুটবলারদের মধ্যে শীর্ষে নেই হালান্ড ও এমবাপ্পে! বরং রয়েছেন এই ১৯ বছর বয়সী তরুণ তুর্কি।
আর তিনি হলেন ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহাম। বরুসিয়া ডর্টমুন্ডে খেলা এই ১৯ বছর বয়সী ফুটবলার নিজের প্রথম বিশ্বকাপে চমকে দিয়েছেন।
নতুন বছরের শুরুতে সুইজারল্যান্ডের ফুটবল পরিসংখ্যানভিত্তিক স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিজের (সিআইইএস) এর রিপোর্ট অনুযায়ী, জুড বেলিংহামের দাম বর্তমানে ২০ কোটি ৮২ লক্ষ ইউরো। এই মিডফিল্ডারকে পেতে ঝাঁপিয়েছে রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের মত তাবড় তাবড় ক্লাব।
দ্বিতীয় স্থানে রয়েছে আরও এক ইংরেজ তারকা, যার নাম ফিল ফোডেন। সিআইইএস এর রিপোর্ট অনুযায়ী, ফোডেনের বর্তমান দাম ২০ কোটি ৫ লক্ষ ইউরো। যদিও ফোডেন বর্তমানে দীর্ঘমেয়াদী চুক্তিতে রয়েছেন ম্যানচেস্টার সিটিতে।
তৃতীয় স্থানে রয়েছেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। ১৯ কোটি ৭ লক্ষ ইউরো তার বর্তমান দাম। এই মুহুর্তে প্যারিস সেইন্ট জার্মেইনে দীর্ঘমেয়াদী চুক্তিতে রয়েছেন এই ২৪ বছর বয়সী ফরোয়ার্ড।
চতুর্থ স্থানে রয়েছেন ব্রাজিলের তরুণ উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। গত মরশুমে রিয়াল মাদ্রিদকে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে বড় ভূমিকা নেন ভিনি। সম্প্রতি বিশ্বকাপেও বেশ ভালো খেলেছেন এই ব্রাজিলিয়ান। বর্তমানে ভিনির দাম ১৯ কোটি ৫ লক্ষ ইউরো।
আর পঞ্চম স্থানে রয়েছেন ম্যানচেস্টার সিটির এরলিং হালান্ড। ১৭ কোটি ৪৯ লক্ষ ইউরো দাম নিয়ে হালান্ডই একমাত্র ফুটবলার, যিনি বিশ্বকাপ না খেলে সব থেকে দামী পাঁচ ফুটবলারের মধ্যে রয়েছেন।