এল ক্লাসিকো আর নয়! ভয়ঙ্কর বিপদে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এল ক্লাসিকো, নামটা শুনলে সবার আগে যে বিষয়টা মাথায় আসে, সেটি হল বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের মহারণ। এল ক্লাসিকোর মাহাত্ম্য বিশ্ব ফুটবলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এবার এই 'এল ক্লাসিকো' শব্দবন্ধটি ব্যবহারই করতে পারবে না বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।
স্প্যানিশ প্যাটেন্ট ও ট্রেডমার্ক অফিস এই 'এল ক্লাসিকো' শব্দবন্ধনীকে ট্রেডমার্ক করার আবেদন নাকচ করে দেয়। এর ফলে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ বানিজ্যিক সহ অন্য কোনও উপায়ে এই শব্দবন্ধটি ব্যবহার করতে পারবে না।
আরও পড়ুন - আর্জেন্টিনার দুই বিশ্বজয়ী সতীর্থকে বার্সেলোনায় দেখতে চান মেসি
কিন্তু কারণটি কি? স্প্যানিশ পত্রিকা রেলেভোর রিপোর্ট অনুযায়ী, রিয়াল মাদ্রিদ 'El Classico' শব্দবন্ধটি ট্রেডমার্ক করার আবেদন করেছিল। কিন্তু স্পেনের প্যাটেন্ট অফিস সেটি নাকচ করে, কারণ সেই শব্দবন্ধটি লা লিগার 'ElClásico' শব্দের সাথে অনেকটাই মিল হচ্ছে।
তফাৎ হল, রিয়াল মাদ্রিদ যেটির ট্রেডমার্ক চাইছে, সেটি এল ক্লাসিকোর ইংরেজি শব্দবন্ধ, কিন্তু লা লিগার কাছে এই শব্দবন্ধের স্প্যানিশ সংস্করণের ট্রেডমার্ক রয়েছে। যেহেতু এই শব্দবন্ধের ইংরেজি ও স্প্যানিশ সংস্করণ দুটি প্রায় একই। তাই রিয়াল মাদ্রিদের আবেদন নাকচ করা হয়েছে।
এখনও এক মাস সময় রয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের কাছে এই বিষয়ে আপিল করার জন্য। কিন্তু এটি দুই দলের কাছেই বড় সমস্যার হয়ে যাবে, কারণ সিদ্ধান্তের পরিবর্তন না হলে রিয়াল বনাম বার্সা ম্যাচে বিশ্বজুড়ে যে ইভেন্টগুলি আয়োজন করে এই দুই ক্লাব, সেখানে এল ক্লাসিকো শব্দ ব্যবহার করতে পারবে না তারা।