বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা ফ্রান্স শিবিরে! ছিটকে গেলেন তারকা ফুটবলার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ফুটবল জগতে একটি কথা প্রায়শই শোনা যায়, যে দেশ শেষ ফিফা বিশ্বকাপ জেতে সেই দেশ পরবর্তী বিশ্বকাপে সমস্যায় পরে। শেষ কয়েকটি ফিফা বিশ্বকাপের ফলাফল দেখলে সাধারণ মানুষ এটাই মনে করবেন।
২০০৬ ফুটবল বিশ্বকাপ জয়ী ইটালি ২০১০ বিশ্বকাপের গ্রুপ পর্যায় থেকে ছিটকে যায়। ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেন ২০১৪ সালে গ্রুপ পর্যায় ছিটকে যায়। ২০১৪ বিশ্বকাপ জয়ী জার্মানি ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্যায় ছিটকে যায়। ২০১৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্সের সাথেও কি একই দুর্ঘটনা ঘটবে? তা হয়ত সময় বলবে। তবে ফ্রেঞ্চ দলের বিশ্বকাপ যাত্রা শুরুর আগে থেকেই মুখোমুখি হতে হয়েছে একের পর এক বিপদের।
প্রথমেই ২৬ জনের প্রধান দল গঠনের আগে ফ্রান্স চোটের জন্য হারিয়েছে মিডফিল্ডের প্রধান দুই ভরসা পল পোগবা এবং এনগোলো কান্তে।
এবার বিশ্বকাপ শুরুর ঠিক আগে অনুশীলনে চোট পেয়ে ছিটকে গেলেন ফ্রেঞ্চ তারকা ফুটবলার ক্রিস্টোফার এনকুনকু।
মঙ্গলবার, ১৫ নভেম্বর ফ্রান্স শিবিরের অনুশীলনের সময় কামাভিঙ্গার করা ট্যাকেলে চোট পান এনকুনকু। এরপর খুড়িয়ে খুড়িয়ে মাঠ ছাড়েন তিনি। ফ্রান্সের তরফে জানিয়ে দেওয়া হয় এনকুনকু বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন।
প্রসঙ্গত ইতিমধ্যে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েও ছিটকে গেছেন ফ্রান্সের আরও এক তারকা ফুটবলার কিমপেম্বে। ফলে বিশ্বকাপ শুরুর আগেই ফ্রান্স শিবির চোট আঘাতে জর্জরিত। যদিও ফ্রান্স দলের গভিরতা বেশ ভাল, ফলে কোনো তারকা ফুটবলার ছিটকে গেলেও তার বদলে অন্য কোনো তারকা ফুটবলার সেই জায়গা ভরাট করে দিচ্ছেন।