মুখ্যমন্ত্রীর বার্তা শুনে নীতু সরকার - "আমরা তো কেয়ারটেকার সরকার!"

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : খেল দিবস প্রকল্পের উদ্বোধনে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আশ্বাস দেন ইস্টবেঙ্গল আইএসএল খেলবে। এবং এর জন্য ক্লাব কর্তাদের বার্তা দিয়েছেন ছেড়ে খেলার জন্য। কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কি মুখ্যমন্ত্রীর এই নির্দেশ শোনা সম্ভব? সে নিয়ে এক্সট্রা টাইম বাংলার সাথে সরাসরি ফোনালাপে জানালেন লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার।
এই নিয়ে তিনি বলেছেন, "মুখ্যমন্ত্রীর ইচ্ছাতেই আমরা গতবার খেলেছি, এবারও মুখ্যমন্ত্রীর ইচ্ছাতেই খেলব। আমরা চাই সমস্যাটা মিটে যাক। মুখ্যমন্ত্রী যদি আমাদের দুজনকে ডেকে এই সমস্যাটা মিটিয়ে দিতে পারেন, সব থেকে ভালো হয়।"
এদিকে ফাইনাল এগ্রিমেন্টের জটিলতা ও শ্রী সিমেন্টের দাবি নিয়ে দেবব্রত সরকার বলেছেন, "মুখ্যমন্ত্রী তো জানেন না চুক্তিপত্রে কি আছে? তার পক্ষে জানা সম্ভবও নয়। ফলে এমন একজন আইনজ্ঞ থাকুন, যিনি এর ভেতরে পড়ে বলতে পারবেন কি লেখা আছে। আমরা কেউ এটাকে হস্তান্তর করতে পারি না, অনির্দিষ্টকালের জন্য কারোর সাথে চুক্তিবদ্ধ হতে পারি না, সে এক্তিয়ারও নেই আমাদের। আমরা একটা কেয়ারটেকার সরকার।"
শেষে দেবব্রত সরকার বলেন, "দিদিমনি যদি কোনও আইনজ্ঞকে দায়িত্ব দেন উভয়পক্ষকে বসিয়ে সমস্যা মিটিয়ে নেওয়ার জন্য, তাহলে সমস্যাটা দ্রুত মিটে যাবে বলে আমার ধারণা।"
ফলে নিজের অবস্থানেই রয়েছেন লাল-হলুদ শীর্ষকর্তা। তার একটিই দাবি, শ্রী সিমেন্টের সাথে আলোচনায় বসে ফাইনাল এগ্রিমেন্টে নিজেদের অসন্তুষ্টির কথা জানানো। প্রাক্তন সচিব পার্থ সারথি সেনগুপ্তকে মধ্যস্থতাকারী হিসেবে জট ছাড়ানোর চেষ্টা চালালেও এই জটকে দ্রুত খোলার বার্তা দিয়েছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী।