বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন নেইমার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অল্পের জন্য আবারও এক মর্মান্তিক ঘটনার থেকে রক্ষা পেল ক্রীড়া বিশ্ব। বিমান দুর্ঘটনা থেকে প্রাণে বাঁচলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।
সাও পাওলোয় যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কারণে নেইমারের ব্যক্তিগত বিমানকে ব্রাজিলিয়ান শহর বোয়া ভিস্তাতে জরুরি অবতরণ করা হয়েছিল। সেই বিমানে নেইমার সহ ছিলেন তার বোন রাফেয়া স্যান্টোস এবং বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডি।
এই নিয়ে নেইমারের এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, "এনআর স্পোর্টস প্লেনের উইন্ডশিল্ড ওয়াইপারে ছোট সমস্যার জন্য, বিমানচালক সিদ্ধান্ত নেন যে মঙ্গলবার বোয়া ভিস্তা, রোরাইমাতে জরুরি অবতরণ করিয়ে দিতে। যাতে সেই সমস্যার সমাধান হয়। আমরা বলতে পারি যে সকল যাত্রী সুস্থ রয়েছেন এবং বিমানযাত্রার জন্য অপেক্ষা করছেন।"
এদিকে নেইমার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দিইয়েছেন, "আমি এখানে নেমে আপনাদের সকল বার্তা ও প্রার্থনার জন্য ধন্যবাদ জানাতে চাই এবং বলতে চাই যে আমরা ঠিক আছি, আমরা ইতিমধ্যেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। কেবল একটি ত্রুটি ঘটেছিল, সব কিছু ভালো আছে এবং আমরা এক সাথে রয়েছি।"
ব্রাজিলের জাতীয় দলের হয়ে নেইমার সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন এবং সেখানে কিছু প্রীতি ম্যাচ খেলেছিলেন।