বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে সতীর্থদের গোপন ম্যাসেজ ফাঁস করলেন নেইমার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ এই বিশ্বকাপের অন্যতম দাবিদার ছিল নেইমার, সিলভা, ভিনিসিয়াসদের ব্রাজিল। তবে নামি-দামি খেলোয়াড়দের নিয়েও কোচ টিটে তাঁর দেশকে বিশ্বকাপের সেমিফাইনালেও তুলতে পারলেন না। ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টি শ্যুট আউটে হেরে ছিটকে গেছেন নেইমাররা।
ম্যাচ শেষেই দেখা গিয়েছিল নেইমার, সিলভা, অ্যান্টনিদের চোখের জল ফেলতে। তারা ক্ষমা চেয়ে নিয়েছিলেন মাঠে উপস্থিত থাকা ব্রাজিল ভক্তদের কাছে।
এবার ৩০ বছর বয়সী নেইমার সোশ্যাল মিডিয়ায় তাঁর দেশের সতীর্থদের চ্যাট তাদের অনুমতি ছাড়াই পোস্ট করেন। তিনি পোস্ট করে লিখেছেন, "আমি তাদের (ব্রাজিলের ফুটবলার) অনুমতি ছাড়াই তাদের ম্যাসেজ প্রকাশ করছি, যাতে আমরা কতোটা জিততে চেয়েছিলাম এবং আমরা কতোটা একজোট ছিলাম তা দেখা যায়।"
কি বলেছেন নেইমার তাঁর সতির্থদের উদ্দেশ্যে? জেনে নিন-
"আমরা খুবই দুঃখ অনুভব করছি, কিন্তু আমাদের আরও শক্তিশালী হতে হবে এগিয়ে চলার জন্য এবং আমি নিশ্চিত যে সকল ভক্তদের সমর্থনে আমরা আবারও ফিরে আসব আরও শক্তিশালী হয়ে।"
"আমি প্রচুর ভালোবাসা সহ একজন গর্বিত ব্রাজিলিয়ান!"
এছাড়াও নেইমার, মার্কুইনহোসের পেনাল্টি মিস করা নিয়ে তাঁকে ম্যাসেজ করে বলেন, "একটি পেনাল্টী কখনই তোমার ব্যাপারে আময়ার ধারণা পালটে দেবেনা।" এর উত্তরে মার্কুইনহোস বলেন," আমি সত্যি চেয়েছিলাম যাতে সবকিছু ঠিকঠাক যায়। কিন্তু তোমাকে শক্ত থাকতে হবে, নিজেকে সময় দাও এবং দেখ ফুটবল আমাদের জন্যে কি জমিয়ে রেখেছে।"
থিয়াগো সিলভাওকে নেইমার লিখেছেন, "আমি সত্যি চেয়েছিলাম এই বিশ্বকাপ তোমাকে দিতে।"
এর রিপ্লাইতে সিলভা বলেন, "ভাই, আমি যা ভেবেছিলাম তাঁর থেকেও বেশি ঘেটে রয়েছি, সত্যি। আমি সহ্য করতে পারছি না। আমি বিশ্বাস করতে পারছি না যে আমরা হেরে গেছি। আমার বিশ্বাস হচ্ছেনা।" এর সাথে সিলভা যোগ করেন, "যতবার আমার বিষয়টি মনে পরছে আমার কান্না পাচ্ছে।"
এছাড়াও নেইমার ব্রাজিলের তরুন প্রতিভা রড্রিগোকে উৎসাহিত করার চেষ্টা করেন। প্রসঙ্গত রড্রিগো ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রথম পেনাল্টি মিস করেছিলেন। রড্রিগো নেইমারকে "আমি ক্ষমা প্রার্থী।" লিখে পাঠান। এর উত্তরে নেইমার লেখেন, "তুমি কি পাগল? শুধুমাত্র তারাই পেনাল্টি মিস করে যারা পেনাল্টি মারতে এগিয়ে আসে এবং তুমি সেরা।"
নেইমারের এই সমস্ত ফাঁস করা ম্যাসেজ দেখে একটি জিনিস বলাই যায়, বিশ্বকাপ এখন অতিত, ব্রাজিলের ভবিষ্যত উজ্জ্বল।