কিভাবে নিজের চোটকে সারাচ্ছেন নেইমার? জানুন বিস্তারিত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে চোট-আঘাতে জর্জরিত ব্রাজিল দল। চোটে ভুগছেন তারকা ফরোয়ার্ড নেইমার ও দুই সাইড ব্যাক ড্যানিলো ও অ্যালেক্স সান্দ্রো। সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছেন নেইমার।
এই পরিস্থিতিতে নিজের চোট সারাতে বুধবার সুইমিং পুলে নামেন নেইমার। সেখানে তার সঙ্গী ছিলেন সান্দ্রো। সুইমিং পুলের মধ্যেই জগিং ও নানান রকম ব্যায়াম সারেন এই দুই ফুটবলার। বলা বাহুল্য, পশ্চাতদেশের চোটে ভুগছেন সান্দ্রো।
তবে বুধবার দলের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন ড্যানিলো, যদিও আলাদা করে অনুশীলন করেছেন তিনি। তবে নেইমারের চোট কবে সারবে, সে নিয়ে নির্দিষ্ট কোনও দিনক্ষণ দিতে পারেননি ব্রাজিল দলের ডাক্তাররা।
ইতিমধ্যেই শেষ ষোলোয় যোগ্যতা অর্জন করেছে ব্রাজিল। এবার শুক্রবার ক্যামেরুনের বিরুদ্ধে ড্র করলেও শীর্ষস্থান নিশ্চিত করে ফেলবে সেলেকাওরা। ফলে দ্বিতীয় সারির দল নামাতে দ্বিধাবোধ করবেন না হেড কোচ টিটে।