নেক্সট জেন কাপে কাদের বিরুদ্ধে খেলবে মোহনবাগান? জেনে নিন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জাতীয় পর্যায়ে গ্রুপ শীর্ষে শেষ করেছে মোহনবাগান। এর জেরে সেমি ফাইনালে যোগ্যতা অর্জন তো করেইছে, পাশাপাশি আসন্ন নেক্সট জেন কাপে যোগ্যতা অর্জন করেছে সবুজ-মেরুণ ব্রিগেড।
কিন্তু নেক্সট জেন কাপে কোন দলগুলির বিরুদ্ধে খেলবে সবুজ-মেরুণ ব্রিগেড? শুধু মোহনবাগান নয়, গ্রুপ শীর্ষে থেকে এই টুর্নামেন্টে যোগ্যতা অর্জন করেছে বেঙ্গালুরু এফসি, রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ং চ্যাম্পস ও সুদেবা দিল্লি এফসি।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, এভার্টন ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স খেলবে এবারের নেক্সট জেন কাপে। এবং দক্ষিণ আফ্রিকা প্রিমিয়ার সকার লিগের দল স্টেলেনবশ এফসি অষ্টম দল হিসেবে খেলবে এই টুর্নামেন্টে।
আগামী ১৭ মে থেকে শুরু হবে নেক্সট জেন কাপ। এবারের নেক্সট জেন খেলা হবে মুম্বাইয়ের রিলায়েন্স কর্পোরেট পার্কে। ১৭, ২০, ২৩ ও ২৬ মে হবে ম্যাচগুলি। ফাইনাল ম্যাচ হবে ২৬ মে।