প্রত্যয়ী সেনেগালকে হারিয়ে দিল সুযোগসন্ধানী নেদারল্যান্ডস

সেনেগাল - ০
নেদারল্যান্ডস - ২ (কোডি গাকপো, ডেভি ক্লাসেন)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : লড়াইটা ছিল সেয়ানে সেয়ানে। একদিকে ইউরোপের অন্যতম হেভিওয়েট নেদারল্যান্ডস, অন্যদিকে আফ্রিকান চ্যাম্পিয়ন দল সেনেগাল। তবে ট্যাকটিকাল ও টেকনিকাল লড়াইটা ৯০ মিনিট চললেও সুযোগের সদ্ব্যবহার করে ম্যাচ জিতে নিল নেদারল্যান্ডস।
প্রথমার্ধে দুই দলই আক্রমণ শুরু করে। নেদারল্যান্ডস ও সেনেগাল দুই দলের ফরোয়ার্ডরা বেশ কিছু সুযোগ তৈরি করে, কিন্তু গোল আসে না।
বিরতির পর দ্বিতীয়ার্ধে সেনেগালের দাপট দেখা যায়। বেশ কিছু আক্রমণ তৈরি করে সেনেগাল। একটা সময়ে মনে হচ্ছিল, গোলশূন্য ড্রয়ের দিকে এগোচ্ছে খেলা। তবে খেলার গতির বিপরীতে গিয়ে গোল করে নেদারল্যান্ডস।
৮৪ মিনিটে ফ্রেঙ্কি ডি জং বক্সে একটি দুর্দান্ত সেন্টার রাখেন, যা ধরতে এগিয়ে আসেন সেনেগালের গোলকিপার এডুয়ার্ড মেন্ডি। কিন্তু সেটিকে হেড করে গোল করেন কোডি গাকপো। এরপর সেনেগাল সমতা ফেরানোর চেষ্টা করলেও ডাচ গোলকিপার আন্দ্রিয়েস নোপার্ট।
এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে কাউন্টার অ্যাটাকে বল নিয়ে ওঠেন মেম্ফিস ডিপে। এরপর বক্সের বাইরে থেকে ডিপে শট মারলে তা সেভ করেন মেন্ডি, কিন্তু রিবাউন্ড থেকে গোল করেন ডেভি ক্লাসেন।
এই জয়ের জেরে নেদারল্যান্ডস নিঃসন্দেহে ফেভারিট হয়ে গেল পরের রাউন্ডে ওঠার জন্য। এর পর দূর্বল কাতারকে হারাতে পারলেই পরের রাউন্ডে ওঠার টিকিট নিশ্চিত হয়ে যেতে পারে। এদিকে ইকুয়েডরের বিরুদ্ধে সেনেগালের খেলাটা মরণবাঁচনের হয়ে গেল, তা বলাই যায়।