দাদুর প্রয়াণের শোক নিয়েই দেশকে প্রতিনিধিত্ব করলেন নেকো উইলিয়ামস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার ফিফা বিশ্বকাপের মহারণে মুখোমুখি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েলস। এবং ওয়েলসের হয়ে এই ম্যাচে শুরু করেছিলেন ২১ বছর বয়সী ডিফেন্ডার নেকো উইলিয়ামস। তবে হৃদয়ে কঠিন শোক নিয়ে বিশ্বমঞ্চে নেমেছিলেন নেকো।
ম্যাচের আগের দিন, নেকোর প্রাণের প্রিয় দাদু প্রাণ হারান। আর এই শোকের খবর মায়ের কাছ থেকে জানতে পারেন নেকো। এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে রুখে দেওয়ার পর, কান্নায় ভেঙে পড়েন নেকো। এরপর আকাশে আঙুল তুলে দাদুকে শ্রদ্ধা জানান নেকো।
ম্যাচের পর নেকো সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "গতকাল সব থেকে খারাপ খবরটি আমায় শুনতে হয়েছে যখন আমার মা আমায় জানান যে গত রাতে আমার দাদু মারা গিয়েছেন। সারাদিন কাঁদার পর বিশ্বকাপের ম্যাচ খেলতে নামাটা খুব কঠিন, কিন্তু আমি আমার দলের সতীর্থ ও পরিবারের থেকে অনেক সমর্থন পেয়েছি।"
দ্বিতীয়ার্ধে পরিবর্তিত হন নেকো উইলিয়ামস। ৩৬ মিনিটে টিমোথি উইয়ার গোলে এগিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। জবাবে ৮২ মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ করেন গ্যারেথ বেল। এরপর ইরানের বিরুদ্ধে খেলতে নামবে ওয়েলস।