লিওনেল মেসিকে নিয়ে ভাবছে না নেদারল্যান্ডস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী শুক্রবার ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। আর এই ম্যাচটিকে জিততে গেলে আর্জেন্টিনাকে নির্ভর করতে হবে মেসি ম্যাজিকের উপর।
এই পরিস্থিতিতে মেসিকে নিয়ে বাড়তি পরিকল্পনা নেবে নেদারল্যান্ডস, এমনটাই ভাবা স্বাভাবিক। তবে এখনই মেসিকে নিয়ে ভাবছে না ডাচ দল, এমনটাই জানিয়েছেন দলের তারকা ডিফেন্ডার নাথান অ্যাকে।
ম্যাচের আগে এক সাক্ষাৎকারে ডাচ ডিফেন্ডার বলেছেন, "মেসি সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়। ওনাকে আটকানো খুব কঠিন হবে। আমরা এখনও অবধি এই নিয়ে কথা বলিনি। আপাতত কয়েক দিন বিশ্রাম নিয়েছি এবং আমরা এখনও মেসিকে নিয়ে ভাবিনি।"
এরপর অ্যাকে বলেছেন, "শুধু মেসি নয়, ওদের আরও ভালো খেলোয়াড় রয়েছে এবং এটি একটি দুর্দান্ত খেলা হবে।"
এদিকে নিজের ম্যান সিটি সতীর্থ তথা আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজকে নিয়ে অ্যাকে বলেছেন, "খেলোয়াড় হিসেবে উনি খুব টেকনিকাল, অনুশীলনেও খুব কঠিন ওনার বিরুদ্ধে মার্ক করা। খুবই তীক্ষ্ণ, ভালো ফিনিশিং, তাই কঠিন হবে।"
"উনি একজন দুর্দান্ত খেলোয়াড়, তবে মাঠের বাইরেও উনি দারুণ একজন মানুষ। উনি একটু চুপচাপ। উনি এখনও ইংরেজি শিখছেন এবং ভিন্ন পরিবেশ থেকে এসেছেন বলে এগুলি ওনার কাছে নতুন। তবে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছেন তিনি।"