জয়ের নায়ক মহেশ, ম্যাচ শেষে কি ছিল তাঁর প্রতিক্রিয়া?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগের ১১টি ম্যাচ খেলার পরও তার খেলায় খুশি হতে পারছিল না টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে লাল হলুদ সমর্থকরা। নিজের ওপর থেকেও আস্তে আস্তে আত্মবিশ্বাস হারাচ্ছিলেন তিনি। কিন্তু আজ দিনটা যেন সম্পূর্ণ অন্য দিন ছিল। দিনটাই ছিল যেন লাল হলুদের।
প্রথম জয়ের সাথে সাথে নাওরেম মহেশও নিজেকে যেন খুঁজে পেলেন অন্যরূপে। জোড়া গোল করে ম্যাচের নায়ক আজ তিনিই।
ম্যাচ সেরার পুরস্কার নিয়ে তিনি বলেন, "আমি খুব খুশি গোল করে এবং সবচেয়ে বেশি খুশি দল জেতায়। এই তিন পয়েন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগামী ম্যাচে ভাল খেলতে সাহায্য করবে এই ফল।"
তিনি দলের নয়া কোচ সম্মন্ধে বলেন, "তিনি বেশ ভালো ভাবে তার পরিকল্পনা আমাদের সামনে তুলে ধরেন। প্রতিপক্ষের ম্যাচের ভিডিও বিশ্লেষণ করে বলে দেন আমাদের কিভাবে খেলতে হবে। আমরাও চেষ্টা করি তাঁর কথা মেনে চলার।"
স্বপ্নের দৌড় হয়ত এখান দিয়েই শুরু হল লাল হলুদ দলের। আগামী ম্যাচগুলো তেও এমন খেললে অনেক দলের কালঘাম ছুটতে চলেছে তা বলাই যায়।