এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র ঘোষিত, কঠিন গ্রুপে পড়ল মুম্বই সিটি এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার আসন্ন এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র আয়োজিত হল। আর ভারতীয় ফুটবলপ্রেমীদের নজর ছিল, কেমন প্রতিপক্ষের বিরুদ্ধে নামবে মুম্বই সিটি এফসি?
গ্রুপ 'বি' তে পড়েছে মুম্বই সিটি এফসি। আর সেই গ্রুপে তাদের সাথে রয়েছে ছয়বারের সংযুক্ত আরব আমিরশাহি প্রো লিগ চ্যাম্পিয়ন আল জাজিরা, ছয়বারের সৌদি প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আল সাহাব এবং ইরাকের হেভিওয়েট দল এয়ার ফোর্স। ফলে বেশ কঠিন গ্রুপেই পড়েছে মুম্বই।
২০২০-২১ মরশুমের আইএসএলে এটিকে মোহনবাগানকে টপকে আইএসলের গ্রুপ শীর্ষে থাকার জেরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে যোগ্যতা অর্জন করেছিল মুম্বই সিটি এফসি। সেই মরশুমেই ফাইনালে এটিকে মোহনবাগানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মুম্বই।