লিভারপুলকে কিনতে চলেছেন মুকেশ আম্বানি? জানুন বিস্তারিত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সম্প্রতি শোনা গিয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সফল দল লিভারপুল তাদের মালিকানা সত্ত্ব বিক্রি করতে চলেছে।
এরপর বিশ্বজুড়ে বিভিন্ন মহল থেকে বিশিষ্ট ব্যক্তিগন লিভারপুল ফুটবল ক্লাব কেনার ব্যাপারে আগ্রহ দেখায়। বিশেষত পূর্ব-মধ্য এবং আমেরিকার সংস্থা ক্লাব নিজেদের দখলে আনতে চান। এবার সেই লড়াইয়ে অংশগ্রহণ করলেন ভারতীয় বাণিজ্যিক মুকেশ আম্বানি।
বিশ্বের অষ্টম সর্বোচ্চ ধনপতি আম্বানি খেলাধুলার বিষয় সর্বদা আগ্রহী তার প্রমাণ আগেও পাওয়া গিয়েছে। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান দল তার। এছাড়া দেশের প্রধান ফুটবল লিগ আইএসএল ও চলছে তার সংস্থার মাধ্যমেই। এবার বিদেশী খেলাতেও নিজের ছাপ ফেলতে চান।
খবর অনুযায়ী, লিভারপুলের বর্তমান মালিক এফএসজি গ্রুপ গোল্ডমান সাচস এবং মর্গান স্ট্যানলিকে নিযুক্ত করেছে ক্লাব বিক্রয়ের বিষয়টি দেখার জন্য। ২০১০ সাল থেকে লিভারপুলের মালিক এফএসজি ৪ বিলিয়ন ইউরোর বেশি দামে লিভারপুল ফুটবল ক্লাবকে বিক্রয় করতে চায়।
যদিও ৯০ বিলিয়ন ইউরোর মালিক মুকেশ আম্বানির কাছে ৪ বিলিয়ন সংখ্যাটি তেমন বড় হওয়ার কথা নয়।