ইস্টবেঙ্গলের হয়ে কাজ করা সব সময়ই গর্বের! টিম ম্যানেজার হিসেবে এসে বার্তা মৃদুল ব্যানার্জির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের টিম ম্যানেজার হিসেবে নিযুক্ত হলেন অভিজ্ঞ বাঙালি কোচ মৃদুল ব্যানার্জি। এর পাশাপাশি রেনেডি সিংয়ের সাথে হেড কোচ মানোলো ডিয়াজকে সাহায্য করবেন মৃদুল।
আর আবারও ইস্টবেঙ্গলে যোগ দিতে পেরে খুশি মৃদুল। এর আগে ২০১৭ সালে হেড কোচের দায়িত্ব নিলেও পায়ের চোটের কারণে কেবল এক দিনই থাকতে পারেন সেই পদে। এবার ফের লাল-হলুদের সংসারে ফিরলেন মৃদুল।
এসসি ইস্টবেঙ্গল মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মৃদুল বলেন, "এসসি ইস্টবেঙ্গলের হয়ে কাজ করাটা সব সময়ই গর্বের। এটি একটি নয়া ভূমিকা এবং আমি এই চ্যালেঞ্জ নিতে তৈরি। আমার ভারতীয় ফুটবল প্রশাসনে ভরসা দেওয়ার মত অনেক অভিজ্ঞতা রয়েছে। দলকে মাঠ ও মাঠের বাইরে সামলানো হবে গুরুত্বপূর্ণ এবং খেয়াল রাখতে হবে যাতে সব ঠিক জায়গায় থাকে।"
এরপর মৃদুল বলেন, "আমি কোচিং টিমকে আমার অভিজ্ঞতার মাধ্যমে সাহায্য করব। লক্ষ্য হল দলটিকে প্রতিদিন আরও ভালো করার। আমি সমর্থকদের আবেগকে ভালোমত জানি এবং এই পরিবেশেই আমি বড় হয়েছি। শুরু করার জন্য অপেক্ষা করতে পারছি না।"