মানোলোর সংসারে বাঙালির আগমণ, ইস্টবেঙ্গলের ম্যানেজার হিসেবে নিযুক্ত হলেন মৃদুল ব্যানার্জি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এসসি ইস্টবেঙ্গলের সাপোর্ট স্টাফে এবার বাঙালির আগমণ। কোচ মানোলো ডিয়াজকে সহায়তা করতে এসসি ইস্টবেঙ্গলের টিম ম্যানেজার হিসেবে নিযুক্ত হলেন বাংলার প্রখ্যাত কোচ মৃদুল ব্যানার্জি। মঙ্গলবার এসসি ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ করা হয়।
টিম ম্যানেজারের পাশাপাশি রেনেডি সিংয়ের সাথে দ্বিতীয় ভারতীয় সহকারী কোচ হিসেবেও দায়িত্ব পালন করবেন মৃদুল। এর আগে আইএসএলে দিল্লি ডায়নামোজের হয়ে কাজ করেছেন তিনি।
গত তিন দশক ধরে একাধিক ক্ষেত্রে কোচিং করিয়েছেন মৃদুল ব্যানার্জি। ইস্টবেঙ্গল, মোহনবাগান, ইন্ডিয়ান অ্যারোজ, ভারত অনুর্ধ্ব ১৬ ও ভারত অনুর্ধ্ব ১৯ দলে কোচিং করিয়েছেন তিনি। এএফসি এ লাইসেন্সধারী মৃদুল ২০০১ ও ২০০২ সালে বাংলার অনুর্ধ্ব ২১ দলকে চ্যাম্পিয়ন করিয়েছেন। এছাড়া ২০১৬ সালে কলকাতা লিগে মহমেডানকে দ্বিতীয় স্থানে এনেছিলেন মৃদুল।