স্বপ্নের দৌড় মরক্কোর! বিদায় রোনাল্ডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ এই বিশ্বকাপ অচেনাদের চেনার বিশ্বকাপ, চেনাদের অচেনার। একদিকে যেমন তিন মাস সময় পেয়েই মরক্কোকে সেমিফাইনালে পৌছে দিল রেগ্রাগুই। তেমনই দীর্ঘদিন সময় পেয়েও তারকা খচিত পর্তুগাল দল নিয়েও সেমিফাইনালে পৌছাতে ব্যর্থ সান্টোস।
ফিফা বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে রোনাল্ডোর পর্তুগালকে ১-০ গোলে পরাজিত করে প্রথমবারের মতো বিশ্বকাপ সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো হাকিমি-জিয়েচের মরক্কো। ম্যাচের ৪২ মিনিটে মাটি থেকে বহু উচ্চতায় ভেসে আসা বলে মাথা ঠেকিয়ে গোল করে যায় এন-নেসিরি। পর্তুগাল গোলকিপার কোস্তার ভুল আউটিংয়ে গোল হজম করে পর্তুগাল।
এরপর হাজারো চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি পর্তুগাল। ১১ জন মরক্কান ফুটবলার নিজেদের জীবন বাজি রেখে রক্ষণ সামলে গেলো ৯০ মিনিট। প্রসঙ্গত পর্তুগাল তথা বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আজকেও প্রথম একাদশে সুযোগ পায়নি। তার পরিবর্তে শুরু করেন গত ম্যাচের হ্যাটট্রিক বয় রামোস। কিন্তু আজকে তিনি নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে ব্যর্থ হন।
তবে তিনি একা নন আজ ছন্দে দেখা যায়নি বার্নার্ডো সিলভা, জোয়াও ফেলিক্স, দালোট, ক্যান্সেলোরাও। পরিবর্ত হিসেবে নেমে রোনাল্ডোও গোল করতে ব্যর্থ হন।
প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে মরক্কো। একদিকে যেমন ইতিহাস সৃষ্টি করলেন রেগ্রাগুইর দল তেমনই বহু ইতিহাসের নায়ক রোনাল্ডো সম্ভবত বিশ্বকাপের মঞ্চ থেকে শেষবারের মতন বিদায় নিলেন চোখের জল মুছতে মুছতে।
সেমিফাইনালে মরক্কো মুখোমুখি হবে ফ্রান্স বনাম ইংল্যান্ড ম্যাচের বিজয়ীর।