তিন মাসেই বাজিমাত ওয়ালিদ রেগ্রাগুইর! স্বপ্ন দেখাচ্ছেন মরক্কোবাসীদের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ফিফা একটি ফুটবল বিশ্বকাপ আয়োজন করে ৪ বছর অন্তর। এই চার বছরে শত শত খেলোয়াড় নিজের দেশের হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন। প্রতিটি দেশের কোচ চেষ্টা করেন সেরা ২৬ জনকে বেছে নেওয়ার। এর পরেও অনেক তারকা খচিত দেশ হারিয়ে যায় বিশ্বকাপের মঞ্চ থেকে।
তবে এই বিশ্বকাপে তারকা ছাড়াই সকলের চোখ যারা ঝলসে দিয়েছেন তারা সবুজ মেরুণ জার্সি পরিহিত মরক্কো ফুটবলাররা। ২০১০ ফুটবল বিশ্বকাপ জয়ী দেশ, স্পেনকে পেনাল্টি শ্যুট আউটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেল মরক্কো। তবে হাকিমি, জিয়েচ, বোনোদের দলের এই স্বপ্নের যাত্রা এতও সহজ ছিলনা।
প্রসঙ্গত অগাস্ট মাসেই মরক্কো ফুটবল ফেডারেশন ভাহিদ ভালিলহোডিজকে মরক্কোর প্রশিক্ষক পদ থেকে সরিয়ে দেয়। বিশ্বকাপ শুরুর মাত্র তিন মাস আগে ওয়ালিদ রেগ্রাগুই মরক্কো ফুটবল দলের সমস্ত দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নেন।
২০২২ ফিফা বিশ্বকাপে এখনও পর্যন্ত চার ম্যাচে মাত্র ১ টি গোল হজম করেছে মরক্কো। স্পেনের বিরুদ্ধেও পেনাল্টি শ্যুটআউটে গোল হজম করেনি তারা। কোয়ার্টার ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ পর্তুগাল অথবা সুইজারল্যান্ড।
স্পেনের মতো বড় দলের বিরুদ্ধে নামার আগেই ওয়ালিদ রেগ্রাগুই বলেছিলেন, "কোনো আফ্রিকান দল বিশ্বকাপ জেতেনি, কিন্তু আমরা নয় কেন? আমার খেলোয়াড়রা কেনো স্বপ্ন দেখতে পারবেন না?" সত্যিই স্বপ্ন দেখায় বাধা দেওয়ার সাধ্য কার? শুধু স্বপ্ন দেখাই নয়, স্বপ্নকে সত্যি করার চেষ্টায় জীবন বাজি রাখতেও প্রস্তুত হাকিমি, বোনো, জিয়েচ, নেসিরি, বোউফল সহ ২৬ জন মরক্কান ফুটবলার। আর স্বপ্ন দেখাচ্ছেন কোচ ওয়ালিদ।