এম্বাপে নিয়ে আলাদা ভাবনা নেই মরক্কো কোচের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ফ্রান্স বনাম মরক্কোর সেমিফাইনাল ম্যাচ ঘিরে উত্তেজনা বাড়ছে। দুই দলের দুই তারকার দিকে সবার নজর থাকবে। পিএসজির দুই তারকা হাকিমি ও এম্বাপের লড়াই দেখছেন অনেকে। ক্লাব ফুটবলের সতীর্থ এমবাপে ও আশরাফ হাকিমি ফের একসঙ্গে মাঠে নামবেন। এমবাপে ফর্মের তুঙ্গে আছেন।
এরই মাঝে ইতিহাস গড়ে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই জানিয়ে দিয়েছেন, "তাঁর দল শুধু এমবাপেকে আটকানোর ছক কষছে না।"
মুখে বললেও আসলে কি তাই? এম্বাপে সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে। আর দুর্বার গতিকে সত্যি কি ভয় পাচ্ছেনা, মরক্কো। নাকি চাওয়ার থেকে পাওয়া বেশি হয়ে গেছে। সাংবাদিক সম্মেলনে এসে একফোঁটাও অতিরিক্ত আত্মবিশ্বাসী মনে হলনা তাঁকে।
বেলজিয়াম, স্পেন এবং পর্তুগালের মতো দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে মরক্কো। হাকিম জিয়েচদের এই সাফল্যকে কোনও ভাবে ছোট করা যাবেনা। ফ্রান্সের বিরুদ্ধে নামার আগে মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই যে কারণে, জানিয়ে দিয়েছেন তাঁর দল এমবাপেকে সেমিফাইনালের লড়াইয়ে আটকানোর জন্য কোনও বিশেষ পরিকল্পনা করছে না। বরং মরোক্কা কোচ আশাবাদী, এমবাপের ক্লাব ফুটবলের সতীর্থ এবং তাঁর দলের অন্যতম তারকা আশরাফ হাকিমি নিশ্চিতভাবে আটকে দেবেন এমবাপেকে। আসলে দলগত সংহতি ও ডিফেন্সিভ অর্গানাইজেশনের উপর ভিত্তি করে আটকাবেন গ্রিজম্যান এম্বাপেদের জানিয়ে দিলেন তিনি
এমবাপে-হাকিমি দ্বৈরথ নিয়ে মরক্কোর কোচ বলেন, “ওরা দু’জনই চ্যাম্পিয়ন। কেউ কাউকে কোনও গিফট দেবে না। আশরাফ ওর বন্ধুকে পিছনে ফেলে দেওয়ার জন্য তৈরি।”
একইসঙ্গে মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই বলেন, “টুর্নামেন্ট যত শেষের দিকে এগিয়ে যাবে, ম্যাচগুলি ততটাই কঠিন হবে। ফ্রান্স দলে বিশ্বমানের ফুটবলার রয়েছে এবং খুব ভালো কোচেদের সঙ্গে বিশ্বকাপে খেলছি, সম্ভবত এরা বিশ্বের সেরা ম্যাচ। তবে আমরা চাইব প্রতিপক্ষকে দুঃখ দিতে। আমরা আমাদের আফ্রিকা মহাদেশের মধ্যে মানসিকতার পরিবর্তন আনতে এই টুর্নামেন্টে এসেছি। তাই আমাদের জন্য সেমিফাইনাল অবধি পৌঁছনোটাই যথেষ্ট নয়। আমি অন্তত এর সঙ্গে একমত নই। সেমিফাইনালে প্রথম আফ্রিকান দল হিসেবে থেমে যেতে চাই না আমরা। বরং আমরা আরও এগিয়ে যেতে চাই। ফুটবলারদের ইচ্ছে, প্রতিশ্রুতি এবং ফ্যানেদের সমর্থন থাকলে আমরা সেমিফাইনালে জিততে পারব। আমরা জেতার জন্য ক্ষুধার্ত। আমি জানি আমরা ফেভারিট নই। কিন্তু আমরা আশাবাদী।”
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক