পেনাল্টিতে স্বপ্নভঙ্গ স্পেনের, রুপকথার সফর অব্যাহত মরোক্কোর

মরোক্কো - ০
স্পেন - ০
পেনাল্টিতে ৩-০ ফলে জয়ী মরোক্কো
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সম্ভবত চলতি বিশ্বকাপের সেরা ম্যাচের স্বাক্ষী থাকল ফুটবল বিশ্ব। আক্রমণ-প্রতি আক্রমণ ও দুর্ধর্ষ রক্ষণে মোড়া এই ম্যাচে দুই দলই নিজেদের সেরাটা দিয়েছে। কিন্তু বিজয়ী হবে একটি দলই। আর পেনাল্টি শুটআউটে স্পেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল মরোক্কো।
প্রথমার্ধ থেকে মরোক্কো ও স্পেন দুই দলই যথেষ্ট আক্রমণাত্মক খেলছিল। একদিকে লুই এনরিকের স্পেন চিরাচরিত পাসিং ফুটবলে আক্রমণ গড়ে তুলছিল, অন্যদিকে মরোক্কো গতি ও স্কিলের সাহায্যে স্প্যানিশ ডিফেন্সে ত্রাহিত্রাহি রব সৃষ্টি করছিল।
কিন্তু ম্যাচ যত গড়ায়, ধীরে ধীরে খেলায় ফেরে স্পেন। পাসিং ফুটবলের সাহায্যে দাপট দেখায় স্পেন। বারবার মরোক্কান ডিফেন্সে চাপ বাড়ান মোরাতা-গাভিরা। তবে রোমান সাইস, আচরাফ হাকিমিরা দারুণভাবে রক্ষণ সামলায়।
অন্যদিকে সোফিয়ান আম্রাবাট ও সোফিয়ান বৌফাল দুর্দান্ত খেলেন। অনেকটা ওয়ার্কলোড নেন হাকিম জিয়েচও। পরিবর্ত হিসেবে নামা ওয়ালিদ চেদিরা দুর্দান্ত খেলেন।
এদিকে নির্ধারিত সময় অবধি দুই দল সমতায় থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৩০ মিনিটের অতিরিক্ত সময়ে স্পেন আক্রমণের ঝড় তোলে। তবে সময়ে সময়ে মরোক্কোও প্রতি আক্রমণে উঠেছিল। একেবারে অন্তিম মিনিটে পাবলো সারাবিয়ার শট পোস্টে লাগে। আর এর জেরে খেলা গড়ায় পেনাল্টিতে।
আর এখানেই নায়ক হয়ে ওঠেন মরোক্কোর গোলকিপার ইয়াসিন বোনো। প্রথমে সারাবিয়ার শট বারে লাগে। এরপর কার্লোস সোলের ও অধিনায়ক সের্জিও বুসকেতসের শট বাঁচান বোনো। অন্যদিকে আব্দেলহামিদ সাবিরি ও হাকিম জিয়েচ গোল করেন। তবে বাদর বেনৌনের পেনাল্টি সেভ করে স্পেনের আশা যোগান উনাই সিমোন। কিন্তু শেষে আচরাফ হাকিমির ঠান্ডা মাথার পেনাল্টিতে জিতে যায় মরোক্কো।