আমফান পীড়িত বাংলার পাশে কীভাবে দাঁড়ালেন কিবু ভিকুনা? জানতে পড়ুন...

নিজস্ব প্রতিনিধি : "আমার প্রিয়তমা কাশিয়া'র চ্যালেঞ্জ গ্রহণ করলাম। এই মুহূর্তে আমাদের মন ও চিন্তাভাবনা পশ্চিমবঙ্গ ও কলকাতার প্রতি রয়েছে। তাই আমি টমাস চর্জ, পাউলিনাস ও মেরিনার্স বেসক্যাম্প'কে নমিনেট করলাম। আমি একটি কুঁড়েঘরের ছবি এঁকেছি। আপনারাও তেমনভাবে ছবি আঁকুন। এই ছবির সঙ্গে একটি লিঙ্ক দিলাম। সেখানে আপনাদের সাধ্যমত অর্থ দুঃস্থদের উদ্দেশে দান করুন।" এভাবেই আবেগতাড়িত হয়ে ফেসবুকে পোস্ট করলেন আই লিগ জয়ী কোচ কিবু ভিকুনা।
গত ২০'মে গোটা রাজ্য ও কলকাতা আমফান নামক তান্ডবের সাক্ষী থেকেছে। এই সাইক্লোনের প্রভাব এতটাই মারাত্মক যে এর ক্ষত এখনও বয়ে বেড়াতে হচ্ছে। তাই স্পেনে বসেও এই স্প্যানিশের মনমেজাজ বেশ খারাপ। সেইজন্য ছবি এঁকে ফেসবুকে পোস্ট করার পাশাপাশি একটি লিঙ্ক দিয়েছেন। যে লিঙ্কে ক্লিক কর
লেই আর্ত মানুষদের প্রতি অর্থ সাহায্য করা যাবে। আসলে কিবুর বান্ধবী কাশিয়া কয়েকদিন আগে একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে তিনি বলেছেন, 'আপনারা প্রত্যেকে একটি করে কুঁড়েঘরের ছবি আঁকুন। এবং সেই ছবি নিলামে তুলে অর্থ সংগ্রহ করুন। যাতে রাজ্যের সাধারণ মানুষদের সাহায্য করা যায়।
হোয়াটসআ্যপের মাধম্যে কিবু বলছিলেন, "দেখুন আমাদের এই প্রচেষ্টাকে বড় করে দেখানো উচিত নয়। আসলে কলকাতা ও পশ্চিমবঙ্গের একাধিক মানুষ এখন খুব কষ্টের মধ্যে রয়েছেন। তাদের জন্য যদি কিছু করতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। তাই এমন উদ্যোগ নিলাম। সবাই একজোট হয়ে এগিয়ে আসতে হবে। না হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। তাই মিডিয়া কর্মীদেরও আমাদের এই উদ্যোগে সামিল হওয়ার আবেদন জানালাম।" তবে শুধু কিবু নন। গত মরসুমে ইস্টবেঙ্গলের কোচ মারিও রিভেরা থেকে শুরু করে সবুজ-মেরুনের হার্টথ্রব সনি নর্ডি পর্যন্ত ফেসবুকে উদ্বেগ প্রকাশ করেছেন।