আন্তর্জাতিক পিতৃ দিবস উপলক্ষ্যে ইস্টবেঙ্গলকে খোঁচা দিয়ে পোস্ট মোহনবাগানের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আজ ১৮ জুন, পৃথিবীজুড়ে সকল বাবাদের সম্মান জানিয়ে আন্তর্জাতিক পিতৃ দিবস পালন করা হয়। এই দিনে বাবাদের প্রতি নিজেদের ভালোবাসা ও সম্মান জাহির করেন সন্তানরা।
কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে আজকের এই বিশেষ দিনে চিরপ্রতিদ্বন্দ্বীরা নিজেদের জাহির করতে আর অপরজনকে খোঁচা দিতে ছাড়ে না। এবার এই ট্রেন্ড মেনে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে চিমটি কাটল মোহনবাগান।
রবিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় মোহনবাগান সুপার জায়ান্ট একটি ভিডিও পোস্ট করে, যেখানে গত ছয়টি আইএসএল ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সমস্ত গোলের ভিডিও পোস্ট করে।
আর এই পোস্টটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একদিকে মোহনবাগান সমর্থক সহ ভারতীয় ফুটবলপ্রেমীরা মোহনবাগান সুপার জায়ান্ট অ্যাডমিনের প্রশংসা করেছেন, অন্যদিকে ক্ষোভ উগড়ে দিয়েছেন ইস্টবেঙ্গল সমর্থকরা।
আরও পড়ুন - হুগোর পরিবর্তে মোহনবাগানে আসতে পারেন স্প্যানিশ উইঙ্গার
তবে দুই প্রধানের আইএসএলে আসার পর থেকে কলকাতা ডার্বিতে মোহনবাগানের আধিপত্য রয়েই গিয়েছে। এমনকি, আইলিগের শেষ কলকাতা ডার্বিতেও জিতেছিল মোহনবাগান। যদিও সম্প্রতি রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে মোহনবাগানকে হারিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু সিনিয়র ভিত্তিক খেলায় ইস্টবেঙ্গলের শেষ কলকাতা ডার্বি জয় এসেছিল ২০১৯ সালের ২৭ জানুয়ারিতে।
এখন দেখার, মোহনবাগানের এই পোস্ট থেকে কি ইস্টবেঙ্গলের জেতার তেজ বাড়বে, নাকি গত ছয় ডার্বির মতই কাহিনী একই থাকবে!