ইস্টবেঙ্গলের লাউঞ্জ-বার নিয়ে কি মন্তব্য করলেন মোহনবাগান সচিব?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার উদ্বোধন হল ইস্টবেঙ্গলের নতুন মেম্বার্স লাউঞ্জের। সদস্য-সমর্থকদের খুশি করতে এই বিশেষ উদ্যোগ ইস্টবেঙ্গল ক্লাবের।
এই লাউঞ্জ কাম বারে এসে সদস্য-সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ নিজেদের বিশেষ মুহুর্তগুলি উপভোগ করতে পারবে।
ময়দানের একাধিক অভিজাত ক্লাব, যেমন পুলিশ ক্লাব, ডালহৌসি ক্লাব, রেঞ্জার্স ক্লাব, প্রেস ক্লাবেও রয়েছে এমন আয়োজন। কিন্তু ইস্টবেঙ্গলের মত জনপ্রিয় একটি ক্লাবে আসল এই লাউঞ্জ অ্যান্ড বার।
আর এই নিয়ে আসছে মিশ্র প্রতিক্রিয়া। কিন্তু অনেকেরই আগ্রহ রয়েছে, ইস্টবেঙ্গলের এই লাউঞ্জ-বার নিয়ে কি প্রতিক্রিয়া মোহনবাগানের। মোহনবাগান সমর্থকদের এক অনুষ্ঠানে নাম না করে ইস্টবেঙ্গলের এই লাউঞ্জ নিয়ে তীর্যক মন্তব্য ছুঁড়ে দিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত।
তিনি বলেছেন, "মোহনবাগান সদস্য সমর্থক রা মোহনবাগান ক্লাবে খেলা দেখতে এসে ক্যান্টিনের চিকেন স্টু, ঘুগনি, চা, কফি খাক অন্য কিছু খাবার দরকার নেই।"
সব মিলিয়ে, ইস্টবেঙ্গলের এই মেম্বার্স লাউঞ্জ অ্যান্ড বার নিয়ে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উত্তর দিলেন মোহনবাগান সচিব।