সুপার কাপের সেমি ফাইনালের লক্ষ্যে মোহনবাগানের এই দল নামাতে পারেন হাবাস-মিরান্ডা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ শুক্রবার কলিঙ্গ সুপার কাপের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে বাংলার দুই শতাব্দী প্রাচীন ক্লাব ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। একদিকে দুরন্ত ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল দল। ক্লেইটন সিলভা-সিভেরিও জুটি ভরসা যোগাচ্ছেন দলের আক্রমণ ভাগে। এর পাশাপাশি হিজাজি মাহেরের নেতৃত্বে দলের রক্ষণ ভাগও বর্তমানে বেশ শক্তিশালী। অন্যদিকে মোহনবাগানের বর্তমান পরিস্থিত খুব একটা ভালো নয়। এএফসি কাপ থেকে ছিটকে যাওয়া, কোচ বদলের পাশাপাশি এশিয়ান কাপের জন্য দলের ৭জন ভারতীয় ফুটবলার ছাড়াই সুপারকাপে খেলছে মোহনবাগান দল। এছাড়াও ডার্বি ম্যাচে সবুজ মেরুন ডাগ আউটে থাকতে পারবেন না হাবাস। মাঠে দলের দায়িত্ব সামলাবেন ক্লিফোর্ড মিরান্ডা।
আরও পড়ুন- সুপার কাপের বড় ম্যাচে শক্তিশালী এই দল নামাতে পারেন কোচ কার্লেস কুয়াদ্রাত
শেষ কিছুদিনের প্রস্তুতি এবং খবর অনুযায়ী, কলকাতা ডার্বিতে মোহনবাগান দলে খুব বেশি পরিবর্তন করবেন না হাবাস। সুপার কাপের সেমিফাইনালে উঠতে হলে ছন্দে থাকা ইস্টবেঙ্গলকে পরাজিত করতেই হবে হুগো বুমোসের দলকে।
তবে খবর অনুযায়ী, গত ম্যাচে না খেলা আর্মান্দো সাদিকু প্রথম একাদশে ফিরতে চলেছেন। সুহেল ভাটের পরিবর্তে কামিংসের পাশে শুরু করবেন তিনি। অন্যদিকে গত ম্যাচে লাল কার্ড দেখার কারণে খেলতে পারেননি তরুণ মিডফিল্ডার অভিষেক সূর্যবংশি। লাল কার্ড দেখলেও শ্রীনিধি ম্যাচে সকলের নজর কেড়েছিলেন অভিষেক। তবে ডার্বি ম্যাচে অভিজ্ঞ গ্লেন মার্টিন্সকেই খেলানো হবে বলে শোনা যাচ্ছে।
আর্শ আনোয়ার শেখ (গোলরক্ষক), আশিষ রায়, হেক্টর ইউস্তে, ব্র্যান্ডন হ্যামিল (অধিনায়ক), রাজ বাসফোর, দিমিত্রি পেত্রাতোস, গ্লেন মার্টিন্স, হুগো বুমোস, কিয়ান নাসিরি, আর্মান্দো সাদিকু, জেসন কামিংস