ডার্বিতে পাঁচ গোল দেব - মোহনবাগান দিবসে হুঙ্কার টুটু বসুর

সব্যসাচী ঘোষ : মোহনবাগান দিবসেও যেন উঠে এল ইস্টবেঙ্গলকে হারানোর রণহুঙ্কার। আগামী ২৮ আগস্ট ডুরান্ড কাপে মুখোমুখি হবে এটিকে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। আর তার আগে লাল-হলুদ শিবিরকে পাঁচ গোল দেওয়ার হুঙ্কার ছাড়লেন মোহনবাগান সভাপতি স্বপন সাধন (টুটু) বসু।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে যখন টুটু বসুকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানানো হয়, তখন মাইক নিয়ে মোহনবাগান সভাপতি সরাসরি জানিয়ে দেন, যদি ইস্টবেঙ্গলকে পাঁচ গোল দেওয়া হয়, তাহলেই তিনি মঞ্চে উঠবেন। শেষ অবধি আশ্বাস পেয়ে মঞ্চে উঠলেন টুটু বসু।
শুধু টুটু বসু নন, উপস্থিত মোহনবাগান সদস্য-সমর্থকরাও চিৎকার করছিলেন চিরপ্রতিদ্বন্দ্বীদের পাঁচ গোল দেওয়ার জন্য। এমনকি, যখন ইস্টবেঙ্গলের তরফ থেকে দুই প্রতিনিধি এসে মোহনবাগান সচিব দেবাশিস দত্তকে ফুলের তোড়া দেন, তখনও দর্শকদের মধ্যে থেকে এই হুঙ্কার উঠে আসে।
১৯৭৫ সালে ঘরের মাঠে ইস্টবেঙ্গলের কাছে ৫-০ খাওয়ার যন্ত্রণা আজও টাটকা মোহনবাগানীদের হৃদয়ে। যদিও ২০০৯ সালে ইস্টবেঙ্গলের জালে পাঁচ গোল দিয়েছিল মোহনবাগান, কিন্তু ৫-০ ও ৫-৩ এর মধ্যে তফাৎ রয়েছে। তবে এবার পরিস্থিতি কিন্তু অনেকটাই মোহনবাগানের পক্ষে।
একদিকে শক্তিশালী এটিকে মোহনবাগান, অন্যদিকে নতুন করে দলগঠন করছে ইস্টবেঙ্গল। গত চার ডার্বিতেই জয় পেয়েছে এটিকে মোহনবাগান। আর সেই কারণে সবুজ-মেরুণ শিবির যেন আরও বেশি আত্মবিশ্বাসী।