ডার্বির আগে টিকিট নিয়ে লেগে গেল মোহনবাগান-ইস্টবেঙ্গলের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা ডার্বির মহারণ খেলতে নামবে ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। তবে তার আগে দ্বন্দ্ব লেগে গেল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে।
এবার এই দ্বন্দ্বের কারণ টিকিট বন্টন। শোনা যাচ্ছে, ইমামি ইস্টবেঙ্গলের তরফ থেকে যে ভিআইপি ও ভিভিআইপি টিকিট দেওয়া হয়েছিল, তা ফিরিয়ে দিয়েছে মোহনবাগান ক্লাব। বলা বাহুল্য, এবারের ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল এফসি। ফলে টিকিট বন্টনের দায়িত্ব ইমামি ইস্টবেঙ্গলের উপর রয়েছে।
যা খবর, মোহনবাগান কর্মকর্তাদের তরফ থেকে অভিযোগ এসেছে, ইমামি ইস্টবেঙ্গল খুবই অল্প সংখ্যক ভিআইপি ও ভিভিআইপি টিকিট দিয়েছে, যা কোনওভাবে মোহনবাগানের কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে বন্টন হওয়া সম্ভব নয়।
এর ফলে প্রতিবাদস্বরুপ ইস্টবেঙ্গলের দেওয়া টিকিট ফিরিয়ে দিয়েছে মোহনবাগান ক্লাব। পাশাপাশি কর্মকর্তারা ক্ষোভপ্রকাশ করে জানিয়েছেন, সাধারণ গ্যালারিতে বসে খেলা দেখবেন তারা।
তবে ইস্টবেঙ্গলের তরফ থেকে দেওয়া সদস্যদের টিকিট রেখে দিয়েছে মোহনবাগান। সেটি ক্লাবের সদস্যদের মধ্যে বন্টন করা হবে বলে জানা গিয়েছে। কিন্তু যা খবর, তাতে সদস্য টিকিটের সংখ্যা নিয়েও একেবারে খুশি নন মোহনবাগান কর্তারা।