ইয়ং চ্যাম্পসকে পাঁচ গোলে উড়িয়ে RFDL-এ তৃতীয় স্থানে শেষ করল মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচে রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ং চ্যাম্পসকে ৫-১ ফলে হারাল মোহনবাগান।
রবিবার এই ম্যাচে মোহনবাগানের হয়ে গোল করেন কিয়ান নাসিরি, ব্রিজেশ গিরি, উত্তম হাঁসদা, দীপেন্দু বিশ্বাস ও আমনদীপ সিং।
এর আগে জাতীয় পর্যায়ের সেমি ফাইনালে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে সাডেন ডেথে পরাজিত হয়েছিল মোহনবাগান।
এবার আসন্ন নেক্সট জেন কাপে খেলবে মোহনবাগানের জুনিয়র এই দল। তাদের গ্রুপে রয়েছে বেঙ্গালুরু এফসি, ইংলিশ প্রিমিয়ার লিগের দল ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ও দক্ষিণ আফ্রিকা লিগের স্টেলেনবশ এফসি।