করোনা বিধি মেনেই ক্লাব তাঁবুতে পালিত হবে মোহনবাগান দিবস, ভার্চুয়ালে লাইভ সম্প্রচার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামীকাল অর্থাৎ ২৯ জুলাই মোহনবাগান দিবস আয়োজিত হবে। কিন্তু রাজ্য সরকার প্রদত্ত করোনা বিধির মাঝে এই বিশেষ অনুষ্ঠান আয়োজন নিয়ে বেশ সতর্ক ক্লাবকর্তারা। আর সেই কারণে করোনা বিধি মেনেই পালন করা হবে মোহনবাগান দিবস।
ক্লাব তাঁবুতেই হবে পতাকা উত্তোলন, এবং সেখানে পুরষ্কৃত করা হবে মোহনবাগানের প্রাক্তনী ও খেলোয়াড়দের। এবারের মোহনবাগান রত্ন সম্মান পেয়েছেন প্রয়াত শ্রী শিবাজি ব্যানার্জি। আগামীকাল ক্লাব তাঁবুতে তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে সেই মরনোত্তর সম্মান। এছাড়া বর্ষসেরা অ্যাথলিটের পুরষ্কার তুলে দেওয়া হবে বিদিশা কুন্ডুর হাতে। তবে বর্ষসেরা ক্রিকেটার ও ফুটবলার অভিমন্যু ঈশ্বরন ও রয় কৃষ্ণা কলকাতায় না থাকায় তাদের পুরষ্কার পরে প্রদান করা হবে।
তবে করোনা বিধির জেরে ক্লাব তাঁবুতে ঢুকতে পারবেন না সদস্য-সমর্থক ও মিডিয়া। যদিও পুরো অনুষ্ঠানটিই মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের ফেসবুক পেজে লাইভ সম্প্রচারিত করা হবে। এদিকে আগামীকাল রাত আটটায় মোহনবাগানের ফেসবুক পেজে লাইভ হবে জনপ্রিয় ব্যান্ড ক্যাকটাসের সঙ্গীত পারফর্মেন্স।