ভারতে প্রথম, কলকাতা ময়দানে ফিরছে দর্শক, টিকিট বিলি শুরু মহমেডানের, পাশে থাকার বার্তা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে মহমেডান, খেলবে আইলিগ চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে। এই পরিস্থিতিতে এবার মাঠে প্রবেশ করছে দর্শক। ভারতে প্রথমবার, ডুরান্ড কাপে দর্শক প্রবেশের অনুমতি প্রদান করা হয়েছে।
আর সেই কারণে আয়োজকদের দ্বারা প্রাপ্ত ১০ হাজার ম্যাচ পাস প্রদান করছে মহমেডান স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার ক্লাব তাঁবুতে একাধিক সদস্য ও সমর্থকদের হাতে টিকিট তুলে দেন সাদা-কালো ব্রিগেডের কর্তারা।
তবে পরপর তিনটি ম্যাচ হারায় মন খারাপ মহমেডান সমর্থকদের। ব্ল্যাক প্যান্থার্সের খেলায় ক্ষুব্ধ অনেকেই। এই পরিস্থিতিতে দলের ম্যানেজার তথা ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস সমর্থকদের বার্তা দিয়েছেন, দলের পাশে থাকার জন্য, দলকে সমর্থন করার জন্য।
এদিকে ডুরান্ডের প্রস্তুতিতে সল্টলেকের প্র্যাক্টিস গ্রাউন্ডে অনুশীলনে নেমেছে মহমেডান স্পোর্টিং। অনুশীলন দেখতে উপস্থিত ছিলেন সহ সভাপতি মহম্মদ কামারউদ্দিন, সচিব দানিশ ইকবাল, ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস, সহ সচিব বেলাল খান সহ একাধিক কর্তা।