কলকাতা লিগ ফাইনালের দিন নিয়ে উঠল প্রশ্নচিহ্ন! আইএফএর কাছে এই দাবি মহমেডানের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশন এ এর ফাইনালে মুখোমুখি মহমেডান স্পোর্টিং ও রেলওয়ে এফসি। ফাইনালটি হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। এর আগে আইএফএ ঠিক করেছিল, আগামী ১৮ অক্টোবর আয়োজিত হবে এই ফাইনাল। কিন্তু এবার সেই নিয়ে উঠল প্রশ্নচিহ্ন।
জানা গিয়েছে, আইএফএর কাছে বিশেষ অনুরোধ করেছে মহমেডান স্পোর্টিং। যেহেতু ১৯৮১ সালের পর আবারও কলকাতা সেরা হওয়ার সুযোগ রয়েছে, ফলে সমর্থকদের মাঝেই চ্যাম্পিয়ন হতে চায় তারা। আর সেই কারণে মাঠে দর্শক প্রবেশের অনুমতি চাইছে মহমেডান।
আর এই নিয়ে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাসকেও একান্ত অনুরোধ করবে মহমেডান। যদিও আইএফএকে এই অনুরোধ রাখতে গেলে ফাইনালের দিন পরিবর্তন করতে হবে, যেহেতু পুলিস মোতায়েনের বিষয়টি জড়িত আছে।