যুবভারতী নয়, কল্যাণীতে দর্শকদের মাঝে সিএফএল কোয়ার্টার কোয়ালিফায়ার খেলবে মহমেডান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মহমেডান স্পোর্টিং এর কথা রেখেছিল আইএফএ। ৩ অক্টোবর ডুরান্ড কাপের ফাইনাল ছিল মহমেডান স্পোর্টিং-এর, প্রতিপক্ষ ছিল এফসি গোয়া। সে কারণেই তার আগে কলকাতা লিগের ম্যাচ মহামেডান স্পোর্টিং এর অনুরোধে সরিয়ে দিয়েছিলো আইএফএ।
ডুরান্ড ফাইনালের পর কলকাতা লিগের কোয়ার্টার ফাইনাল কোয়ালিফায়ার খেলবে তারা। সেই মতো ৬ ও ৯ অক্টোবর এবং সপ্তমীর দিন ১২ তারিখ ম্যাচ রেখেছিল আইএফএ। আরও অনুরোধ ছিল, মহমেডান স্পোর্টিং কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের বাকি সমস্ত ম্যাচ খেলবে যুবভারতী ক্রীড়াঙ্গনে।
কিন্তু এদিন যে সূচি প্রকাশ করা হয়েছে আই এফ এর পক্ষ থেকে, সেখানে দেখা যাচ্ছে মহমেডান স্পোর্টিং এবং টালিগঞ্জ অগ্রগামী মধ্যে কোয়ার্টার ফাইনাল কোয়ালিফায়ার ম্যাচ রয়েছে কল্যাণীতে। আইএফএ সচিব জয়দীপ মুখার্জি সঙ্গে যোগাযোগ করার পরে জানা যায়, মহমেডান স্পোর্টিং-এর অনুরোধ রাজ্য ক্রীড়া দফতরের কাছে পাঠিয়ে দিয়েছিল আইএফএ কিন্তু রাজ্য ক্রীড়া দপ্তর থেকে কোনরকম সবুজ সংকেত না আসায় আইএফএ তাই ম্যাচ রেখেছে কল্যাণীতে।
সে কারণেই তড়িঘড়ি এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে বসেছে মহামেডান স্পোর্টিং। তবে কল্যাণী থেকে ম্যাচ সরেনি। টালিগঞ্জ ম্যাচ কল্যানীতেই খেলতেই হবে। দর্শক থাকবেন ৫০ শতাংশ। পরের ম্যাচ গুলির সূচী পরেই তৈরি হবে, এমনটাই জানা গিয়েছে।