আইএফএর সিদ্ধান্তে অসন্তুষ্ট! কলকাতা লিগ না খেলার হুশিয়ারি মহমেডানের

সাইফ, এক্সট্রা টাইম এক্সক্লুসিভ : বুধবার কলকাতা লিগ কোয়ার্টার ফাইনাল কোয়ালিফায়ারে টালিগঞ্জ অগ্রগামীকে ৩-১ গোলে হারিয়েছে মহমেডান স্পোর্টিং। তবে ম্যাচের একটি বিষয় নিয়ে বিতর্ক দানা বেঁধেছে।
টালিগঞ্জের স্ট্রাইকার ক্রিস্টোফারের শট বাঁচান মহমেডানের ডিফেন্ডার শাইর শাহিন। কিন্তু রেফারি সেটিকে হ্যান্ডবল ঘোষণা করে পেনাল্টি দেন, আর তারপর শাহিনকে লাল কার্ড দেখান। আর এই সিদ্ধান্তে ক্ষুব্ধ মহমেডান টিম ম্যানেজমেন্ট।
জানা গিয়েছে, আইএফএর কাছে এই লাল কার্ড সিদ্ধান্ত তুলে নেওয়ার আবেদন করেছে মহমেডান। এই নিয়ে ভিডিও রিপ্লে ও স্লো মোশন পাঠিয়েছে সাদা-কালো ব্রিগেড।
এদিকে, শোনা যাচ্ছে, যদি আইএফএ এই আবেদন না মানে, সেক্ষেত্রে কলকাতা লিগের কোয়ার্টার ফাইনালে ভবানীপুরের বিরুদ্ধে নামবে না মহমেডান স্পোর্টিং।