কলকাতা লিগের কোয়ার্টার ফাইনাল যোগ্যতা অর্জন ম্যাচে নামতে চাইছে না মহমেডান, রয়েছে এই কারণ...

সাইফ, এক্সট্রা টাইম এক্সক্লুসিভ : কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশন এ এর কোয়ার্টার ফাইনাল কোয়ালিফায়ার মুখোমুখি হবে মহমেডান স্পোর্টিং ও টালিগঞ্জ অগ্রগামী। মঙ্গলবার সাদার্নকে পেনাল্টিতে হারিয়েছে টালিগঞ্জ। কিন্তু এখন যা খবর, তাতে ৩০ সেপ্টেম্বর কোয়ার্টারের যোগ্যতা অর্জন পর্বে খেলতে চাইছে না সাদা-কালো শিবির।
শোনা যাচ্ছে, আগামী ৩ অক্টোবর ডুরান্ড কাপ ফাইনালে খেলার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে মহমেডান। জানা গিয়েছে, আইএফএ এর কাছে আবেদন করেছে, যাতে ৩ অক্টোবরের পর কোয়ার্টার ফাইনাল কোয়ালিফায়ারে ম্যাচটি আয়োজন করা হয়।
যেহেতু ডুরান্ড ফাইনালে বাংলার একমাত্র প্রতিনিধি হিসেবে রয়েছে মহমেডান, আর ফাইনালে অবশ্যই পড়বে আইএসএলের একটি ফ্র্যাঞ্চাইজি - ফলে প্রেস্টিজ ইস্যু রয়েছে এই ম্যাচটিকে ঘিরে। এছাড়া দীর্ঘ দুই ঘন্টা পথ অতিক্রম করে কল্যাণীতে গিয়ে কোয়ার্টারের যোগ্যতা অর্জন পর্বে খেলতে চাইছে না মহমেডান। ফলে এই সিদ্ধান্ত নিয়েছে তারা।