দীপেন্দু-বেলালকে ছাড়াই গঠিত হল মহামেডানের নতুন কার্যকরী কমিটি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার বেনিয়াপুকুরের মিলি আল আমিন কলেজে মহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন ১৫ সদস্যের কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হল। এবং আশ্চর্যজনকভাবে, এই তালিকায় নাম নেই গত কমিটির দুই গুরুত্বপূর্ণ কর্তা দীপেন্দু বিশ্বাস ও বেলাল আহমেদ খানের।
আমিরুদ্দিন ববি ও মহম্মদ কামারউদ্দিনকে নিয়ে এই ১৫ সদস্যের কমিটিতে রয়েছেন ইশতিয়াক আহমেদ, নাসির হোসেন, আজাদ তানভীর কালিম, মহম্মদ নাসিম, দীপক কুমার সিং, মহম্মদ আকরাম, দানিশ ইকবাল, খালেদ শাদান, শেখ আলি আকবর, ইরফান আলি (তাজ), শারিক আহমেদ, ফারহান আহমেদ ও শেখ মইনুদ্দিন।
এই নতুন কার্যকরী কমিটিকে নিয়ে সোমবার অর্থাৎ ৩০ জানুয়ারি সকাল ১১টায় মিলি আল আমিন কলেজে বার্ষিক সাধারণ সভা আয়োজন করবে মহামেডান স্পোর্টিং ক্লাব।